চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৭:৪৩ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির পানিতে ডুবে গেছে বোরো ধান, শঙ্কিত কৃষক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিল সুলতান মৌজার দু’হাজার বিঘা জমির বোরোধান বৃষ্টিপাতে তলিয়ে গেছে। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিল সুলতান মৌজার দু’হাজার বিঘা জমির বোরোধান বৃষ্টিপাতে তলিয়ে গেছে। ছবি : কালবেলা

মঙ্গল ও বুধবার টানা এ দু’দিনের বৃষ্টিপাতে তলিয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছোটবিলার বিল এলাকার বিল সুলতান মৌজার দু’হাজার বিঘা জমির বোরো ধান। এতে ধান না পাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

জেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মঙ্গলবার ১৫ মিলিমিটার আর পরের দিন বুধবার বৃষ্টিপাত হয়েছে ২৯ মিলিমিটার।

রাধানগর ইউপির বিল সুলতান মৌজায় বোরোধান আবাদকরী আপেল, হাবিবুর ও আশরাফুলসহ বেশ কয়েকজন চাষী জানান, এখনও বিভিন্ন এলাকায় জমে থাকা বৃষ্টির পানি ছোট বিলাতে নামছে। এসব পানি নিষ্কাশন হতে সময় লাগবে ৮-১০ দিন। এতে তলিয়ে যাওয়া শীষফোটা ধানগুলো সবই ক্ষতিগ্রস্থ হয়ে যাবে। তাদের ধারণা, এই বিল সুলতান মৌজার চার হাজার বিঘার মধ্যে দুই হাজার বিঘা জমির ধান তলিয়ে গেছে বৃষ্টির পানিতে।

হাবিবুর বলেন, তার ১০ বিঘা জমির বোরো আবাদ, মনিরুল ইসলামের সাড়ে সাত বিঘা, জয়নালের সাত বিঘা এবং আশরাফুল ইসলামের সাত বিঘা জমির পুরোটাই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

আপেল নামে আরেকজন বোরো চাষি জানান, ছোট বিলা এলাকার বিল সুলতান মৌজায় ২২ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। বেশিরভাগই ধানের শীষ ফুটেছিল। এখন পুরো জমির ধান পানির তলে। তাড়াতাড়ি পানি নামার কোনো ব্যবস্থা নেই। সরু পথের পানি নিষ্কাশনে সময় লাগছে বেশি। তার আশঙ্কা ধান আর পাওয়া যাবে না।

আশরাফুল নামে আরেকজন জানান, রহনপুর পৌরসভা, রহনপুর, রাধানগর ও পার্বতিপুর এলাকার সব পানি এ বিল দিয়েই নামে। বিলের পানি নিষ্কাশনের পথ খুবই সরু। পানি নামতে অনেক সময় লাগে। একটু বেশি বৃষ্টি হলেই বিলের ধান ক্ষতিগ্রস্থ হয়। প্রায় বছরই এ ঘটনা ঘটছে।

উপজেলার রাধানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল বলেন, বৃষ্টির পানিতে বিলের চার ভাগের তিনভাগেই বোরো ধান তলিয়ে গেছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ বলেন, বিলের খুব নিচু এলাকায় আবাদ হওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বোরো ধান। তিনি উপসহকারী কৃষি কর্মকর্তাদের বরাত দিয়ে বলেন, তাদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ৫০০ বিঘা আংশিক ও ২০০ বিঘা সম্পূর্ণরূপে ডুবেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক : রুমিন ফারহানা

চানখাঁরপুল হত্যা মামলার রায় আজ

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

১০

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

১১

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

১২

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৩

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

১৪

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১৫

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১৭

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৮

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১৯

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

২০
X