মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৭:৪৩ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির পানিতে ডুবে গেছে বোরো ধান, শঙ্কিত কৃষক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিল সুলতান মৌজার দু’হাজার বিঘা জমির বোরোধান বৃষ্টিপাতে তলিয়ে গেছে। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিল সুলতান মৌজার দু’হাজার বিঘা জমির বোরোধান বৃষ্টিপাতে তলিয়ে গেছে। ছবি : কালবেলা

মঙ্গল ও বুধবার টানা এ দু’দিনের বৃষ্টিপাতে তলিয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছোটবিলার বিল এলাকার বিল সুলতান মৌজার দু’হাজার বিঘা জমির বোরো ধান। এতে ধান না পাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

জেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মঙ্গলবার ১৫ মিলিমিটার আর পরের দিন বুধবার বৃষ্টিপাত হয়েছে ২৯ মিলিমিটার।

রাধানগর ইউপির বিল সুলতান মৌজায় বোরোধান আবাদকরী আপেল, হাবিবুর ও আশরাফুলসহ বেশ কয়েকজন চাষী জানান, এখনও বিভিন্ন এলাকায় জমে থাকা বৃষ্টির পানি ছোট বিলাতে নামছে। এসব পানি নিষ্কাশন হতে সময় লাগবে ৮-১০ দিন। এতে তলিয়ে যাওয়া শীষফোটা ধানগুলো সবই ক্ষতিগ্রস্থ হয়ে যাবে। তাদের ধারণা, এই বিল সুলতান মৌজার চার হাজার বিঘার মধ্যে দুই হাজার বিঘা জমির ধান তলিয়ে গেছে বৃষ্টির পানিতে।

হাবিবুর বলেন, তার ১০ বিঘা জমির বোরো আবাদ, মনিরুল ইসলামের সাড়ে সাত বিঘা, জয়নালের সাত বিঘা এবং আশরাফুল ইসলামের সাত বিঘা জমির পুরোটাই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

আপেল নামে আরেকজন বোরো চাষি জানান, ছোট বিলা এলাকার বিল সুলতান মৌজায় ২২ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। বেশিরভাগই ধানের শীষ ফুটেছিল। এখন পুরো জমির ধান পানির তলে। তাড়াতাড়ি পানি নামার কোনো ব্যবস্থা নেই। সরু পথের পানি নিষ্কাশনে সময় লাগছে বেশি। তার আশঙ্কা ধান আর পাওয়া যাবে না।

আশরাফুল নামে আরেকজন জানান, রহনপুর পৌরসভা, রহনপুর, রাধানগর ও পার্বতিপুর এলাকার সব পানি এ বিল দিয়েই নামে। বিলের পানি নিষ্কাশনের পথ খুবই সরু। পানি নামতে অনেক সময় লাগে। একটু বেশি বৃষ্টি হলেই বিলের ধান ক্ষতিগ্রস্থ হয়। প্রায় বছরই এ ঘটনা ঘটছে।

উপজেলার রাধানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল বলেন, বৃষ্টির পানিতে বিলের চার ভাগের তিনভাগেই বোরো ধান তলিয়ে গেছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ বলেন, বিলের খুব নিচু এলাকায় আবাদ হওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বোরো ধান। তিনি উপসহকারী কৃষি কর্মকর্তাদের বরাত দিয়ে বলেন, তাদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ৫০০ বিঘা আংশিক ও ২০০ বিঘা সম্পূর্ণরূপে ডুবেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১০

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১১

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১২

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৩

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৪

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৫

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৬

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৭

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৮

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৯

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

২০
X