ঝালকাঠিতে মুয়াজ মুনাওয়ার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জেলার নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসার তাহীলি ক্যাম্পাস শাখায় চারতলায় একটি কক্ষ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মুনাওয়ার নবম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি বাংলাদেশ মুছলিহীন শিল্পী গোষ্ঠীর সদস্য।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ধারনা করা হচ্ছে দুপুরে মাদ্রাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন মুয়াজ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় ওই সময় কক্ষে অন্য কেউ ছিল না। সবাই ক্লাসে ছিল।
ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত হবে কিনা সেটি পরিবারের লোকজন আসলে তারপর বলা যাবে।
মন্তব্য করুন