পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৬:৪২ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সম্মতির পর উপহারের গরু দেখতে মানুষের ভিড়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দেওয়া গরু দেখতে মানুষের ভিড়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দেওয়া গরু দেখতে মানুষের ভিড়।

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে ৮০০ কেজি ওজনের বিশালাকৃতির একটি গরু দিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক দম্পতি। যা ইতোমধ্যে নিতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুলবুল আহমেদ ও ইসরাত জাহান নামের ওই দম্পতির ভালোবাসার উপহার নিতে প্রধানমন্ত্রীর সম্মতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। এরপর থেকেই আদর করে ‘শান্ত’ নামে ডাকা এ ষাঁড় গরুটি এক নজর দেখতে প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছেন দম্পতির বাড়িতে।

শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, সাদা-কালো রঙের বিশালাকৃতির গরুটি দেখতে ওই দম্পতির বাড়িতে শত শত মানুষের ভিড় জমেছে। দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা উপহারের গরুটি এক নজর দেখতে এসেছে।

পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার কাওনা এলাকা থেকে আগত শরীফ মিয়া কালবেলাকে জানান, প্রধানমন্ত্রীর প্রতি অনুরাগ থেকে ৩ বছর ধরে কষ্ট করে লালন করা গরুটি দেখতে এসেছি। গরুটি দেখতে খুব আকর্ষণীয়।

বুলবুল কালবেলাকে বলেন, আমি পেশায় একজন কৃষক এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক। আমার গরুটি ক্রস ব্রাহমা প্রজাতির। গরুটির নাম দিয়েছি শান্ত। এই গরুটির ওজন আনুমানিক ৮০০ কেজি।

তিনি আরও বলেন, ২০২০ সালে নেত্রকোনা থেকে আড়াই লাখ টাকায় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য এই গরুটি কিনি। আমি ও পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠকর্মী হিসেবে কর্মরত আমার স্ত্রী ইসরাত জাহান ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্প থেকে ঋণ নিয়ে এবং সেই সঙ্গে নিজের জমানো টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য এই গরুটি কিনি। গত তিন বছর গরুটির নিবিড় পরিচর্যা করছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকে এই গরু কেনা। উপহার হিসেবে তার গরু গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন গরু লালন-পালনের কথা প্রধানমন্ত্রীকে জানান। এ সময় উপহারের গরু গ্রহণে সম্মতি দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অটোমেটেড মেশিনের দিকে ঝুঁকছে পোশাক কারখানার মালিকরা

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

মধ্যরাতে ব্যারিস্টার সুমনের ভিডিও বার্তা

ব্যারিস্টার সুমন কি গ্রেপ্তার হয়েছেন?

আইটেক প্রশিক্ষণে অংশ নিতে ভারতে গেলেন ১০ কর্মকর্তা

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের ৭১ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প

১০

বাবা হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

১১

দৌলতদিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

১২

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল কিশোরের

১৩

ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ানোর দাবি রাশেদ খাঁনের

১৫

শেখ হাসিনা পালায় না, ভেগে যায় : আমান উল্লাহ আমান

১৬

পুলিশে নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে : পুলিশ সুপার আব্দুল জলিল

১৭

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ছাড়াল অর্ধলক্ষ

১৮

চাঁদপুরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন 

১৯

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

২০
X