রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর অতি দূর্গম ৩নং ওয়ার্ডের ভাঙা মুড়া এলাকায় আগুনে ৪টি বসতবাড়ি পুড়ে গেছে। শনিবার (৩০ মার্চ) দুপুর ১টা ৩৯ মিনিটের দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান ১১৯নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।
হেডম্যান থোয়াই অং মারমা বলেন, রান্নার চুলা হতে আগুন লেগে ওই এলাকার আলিয়ামত তঞ্চঙ্গ্যা, প্রেম কুমার তঞ্চঙ্গ্যা, পাকি জয় তঞ্চঙ্গ্যা এবং কাঞ্চন বাবু তঞ্চঙ্গ্যার থাকার মাচাং ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা সোলারের ব্যাটারি, আদা হলুদ ধানের বীজসহ নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত সবকিছু আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার মতো হতে পারে বলে হেডম্যান জানান।
এ দিকে একাধিকবার মোবাইল ফোনে কল করেও ওই এলাকার ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা এবং সংরক্ষিত মহিলা সদস্য ভানুমতি চাকমার ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন