কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের উপহার সামগ্রী পেল খুলনায় ১০০ বাঘ বিধবা সদস্য

কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ বাঘ বিধবা সদস্যের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা
কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ বাঘ বিধবা সদস্যের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা

পবিত্র রমজানের উপহার সামগ্রী পেয়েছেন খুলনার কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ বাঘ বিধবা সদস্য। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কয়রা উপজেলা পরিষদের মাঠে তাদের হাতে তুলে দেওয়া হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন সাওয়াবের সহায়তায় প্রতি পরিবারের মাঝে ২০ কেজি চাল ও ২০ কেজি আটা পেয়ে বেশ খুশি অসহায় বাঘ বিধবারা।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম বলেন, সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের বাঘের আক্রমণে নিহত পরিবাবের সদস্য রয়েছেন ১৪৫ জনের মতো, তারা খুবই অসহায় ও দরিদ্র। তারা এই সহযোগিতাটুকু পেয়েই অনেক খুশি হবে। প্রতিটি সংস্থার মাধ্যমে তাদের সহযোগিতা করা প্রয়োজন।

সাওয়াবের উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি আরও বলেন, শুধু ১০০ জনের মধ্যেই নয়, উপজেলার সকল বাঘের আক্রমণে নিহত পরিবারের সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করতে পারলে ভালো হতো।

বিশেষ অতিথির বক্তব্য সাওয়াবের হেব অব প্রোগ্রাম মো. লোকমান হোসেন কালবেলাকে বলেন, উপকুলবর্তী অঞ্চল কয়রায় অসহায় মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে সাওয়াব। ইতোপূর্বে এই জনপদের মানুষের খাবার পানির জন্য দেড় শতাধিক গভীর নলকূপের ব্যবস্থা করা হয়েছে সংস্থার মাধ্যমে। এর আগেও বাঘ বিধবাদের সহযোগিতা করা হয়েছে। সুন্দরবনের ওপর নির্ভরশীল অসহায় জেলেদের বিনামূল্যে নৌকা প্রদান করা হয়েছে। এ রমজানে বাঘে ধরা পরিবারগুলোর মুখে একটু হাসি ফুটাতে আমাদের এই আয়োজন। এ ধরনের সহযোগিতা এ অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের জন্য অব্যাহত রাখা হবে।

সওয়াবের কয়রা উপজেলা সমন্বয়কারী ইউপি সদস্য সরদার আবু হাসান কালবেলাকে বলেন, অবহেলিত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সওয়াব কাজ করে থাকে। কয়রায় এক ঝাঁক স্বেচ্ছাসেবক নিয়ে ছিন্নমূল মানুষের বিভিন্ন সেবা কার্যক্রম চলমান রাখা হয়েছে। এটি অব্যাহত রাখা হবে।

এ সময় রমজানের উপহার সামগ্রী পেয়ে ৫নং কয়রা গ্রামের বাঘ বিধবা মঞ্জুয়ারা খাতুন বলেন, দুটি সন্তান নিয়ে বড় কষ্টে জীবনযাপন করছি। তাদের রেখে কোথাও যায়নি। এ ধরনের সহযোগিতা পেলে সন্তানদের মুখে একটু হাসি দেখতে পাই।

বতুল বাজার গ্রামের নাছিমা খাতুন বলেন, আমার স্বামী সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত হওয়ার পর থেকে খুব কষ্টে ছেলেমেয়েদের নিয়ে দিন পার করছি। লজ্জায় কারও কাছে হাত পাততে পারি না। সীমাহীন কষ্টের মধ্য দিনাতিপাত করতে হয়। এ ধরনের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ সদর উদ্দিন আহমেদ, সাওয়াবের প্রোগ্রাম অফিসার আবু সাইদ মোল্যা, সাওয়াবের কয়রার সমন্বয়কারী ইউপি সদস্য আবু হাসান, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, সাওয়াবের স্বেচ্ছাসেবী টিমের সদস্য ডা. মুজাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল্যাহ আল জোবায়ের, রাসেল, সবুজ, রিপন, এস এম মনিরুল ইসলাম, কোহিনুর আলম, উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি নুরুল আমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

প্রবারণা পূর্ণিমার শোভাযাত্রায় ফানুস থেকে আগুন

প্রথম সপ্তাহে যা আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

প্রজ্ঞাপন জারি / আইসিটিতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আজ দেশের সব শিল্পকলায় আবরার ফাহাদের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

স্বর্ণের দাম আকাশছোঁয়া, আসল কারণ কী

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

১০

রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেত

১১

তরুণ থাকতে সকালে গড়ে তুলুন এই ৫ অভ্যাস

১২

ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে মুখ খুলল রাশিয়া

১৩

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকার

১৪

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৫

থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

১৬

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

পলাশীতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন আজ

১৯

ডিভিশনাল ম্যানেজার পদে চাকরি দিচ্ছে মিনিস্টার

২০
X