মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে দুই গ্রামে ব্যাপক সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহতসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, গোরারাই গ্রামের আফজল মিয়ার ছেলে জমির, তোতা মিয়ার ছেলে হাবিবুর রহমান এবং হলিমপুরের ফজলু, মুফাচ্ছির ও জগলুসহ ২০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হলিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মছনু মিয়া ও তার ছোট ভাই রিপন মিয়ার মধ্যে সম্পদ নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছে। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে পুলিশ গোরারাই বাজারের সব দোকান বন্ধ করে দেয়। এ সংবাদ লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ধারণা করছেন যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে।
মৌলভীবাজার মডেল থানার ওসি এ কে এম নজরুল ইসলাম বলেন, দুই ভাইয়ের মধ্যে সম্পদ নিয়ে ঝামেলা চলছিল। এ থেকেই মারামারি হয়। অভিযান চালিয়ে রিপন মিয়ার বাড়ি থেকে একটি লাইসেন্সধারী শর্টগান উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন