ঝিনাইদহের শৈলকুপায় ১৫ হাজার দরিদ্র মানুষ ও এতিমদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল।
সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচপাখিয়া নিজ বাড়িতে ঈদ উপলক্ষে তিনি শাড়ি, লুঙ্গি, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছরোওয়ার জাহান বাদশা, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।
নজরুল ইসলাম দুলাল জানান, তিনি প্রতিবছর ঈদকে সামনে রেখে নিজ গ্রামে এসব সামগ্রী ও অর্থ বিতরণ করে থাকেন। তিনি এ বছর ১৫ হাজারের বেশি দরিদ্র মানুষের মধ্যে এ খাদ্য, বস্ত্র ও অর্থ সহযোগিতা করেছেন।
এ ছাড়াও তার পক্ষ থেকে শৈলকুপা জাহানারা কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এতিম শিশু ও মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন।
মন্তব্য করুন