কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কুকি-চিনের ব্যাংক লুটের রোমহর্ষক দৃশ্য

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে কেএনএফ সন্ত্রাসীদের হামলার ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ছবি: সংগৃহীত
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে কেএনএফ সন্ত্রাসীদের হামলার ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ছবি: সংগৃহীত

হঠাৎ দেখে বোঝার ওপায় নেই তারা বিশেষ কোনো বাহিনী নাকি সশস্ত্র গোষ্ঠী। তাদের পরনে সেনাবাহিনীর মতো বিশেষ পোশাক, হাতে অস্ত্র, মুখে কালো কালিমাখা, পায়ে বুট জুতা পরা। এভাবেই সুসজ্জিত হয়ে বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী-কৃষি ব্যাংকের শাখায় হামলা চালায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা। সিসি ক্যামেরার ফুটেজে লুটের রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে।

এতে দেখা যায়, ব্যাংকের ভেতরে ঢুকে গ্রাহকদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে সন্ত্রাসীরা। পরে তাদের হাত ওপরে তুলে বসে পড়তে বলে। বাধ্য হয়ে সবাই তাদের আদেশ মানে। এর মাঝেই চলে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার কাজ।

ব্যাংক কর্মকর্তাদের কাছে যেসব টাকা ছিল তার সবই নিয়ে নেয় কুকি-চীনের সদস্যরা। এ সময় একজন সিসি ক্যামেরা দেখে ফেলায় বন্দুকের বাঁট দিয়ে তা ভেঙে ফেলা হয়। এদিন অন্তত ৪টি ক্যামেরায় ধরা পড়ে তাদের ব্যাংক লুটের দৃশ্য। নীলনকশা এঁকে ব্যাংকে হামলা চালালেও এদিন তারা কারও গায়ে হাত তোলেনি।

আরেকটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া ছবিতে দেখা যায়, গত ২ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে প্রথমে রুমার সোনালী ব্যাংক শাখায় হানা দেয় অস্ত্রধারীরা। ডাকাতির সময় সিঁড়ি বেয়ে সশস্ত্র সদস্যরা দোতলায় উঠছে। আর কেউ সতর্ক পাহারায় রয়েছে। আর কেউ কেউ ব্যাংকের ভেতরে কর্মকর্তাদের টেবিলের সামনে অবস্থান করছে। এ সময় অন্ধকার ছিল পুরো এলাকা। অস্ত্রধারীদের টর্চ লাইট বহন করছিল। পরে জানা যায়, গোটা এলাকা বিদ্যুৎ বন্ধ করে লুটের অভিযানে নামে কুকি চিন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ব্যাংক লুটের এই ঘটনায়, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক সদস্য অংশ নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের বেশির ভাগের পরনে ইউনিফর্ম ছিল।

ঘটনার দিন অস্ত্রধারীরা পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে নিয়ে যায়।

ঘটনার পরদিন বিকেলে সিআইডি জানায়, রুমায় সোনালী ব্যাংকের ভল্টে থাকা ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা পুরোটা রয়েছে। তবে ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অস্ত্রধারীরা নিয়ে যায়। এই অপহরণের ৪৮ ঘণ্টা পর র‍্যাব তাকে উদ্ধার করে।

এসব ফুটেজের বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংক লুটের চেষ্টার ঘটনায় জড়িত অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শনাক্ত করে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারে বান্দরবানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বিত অভিযান চলছে। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী। রোববার (৭ এপ্রিল) থেকে শুরু হওয়া এ অভিযানে কেএনএফের দুই সদস্যসহ ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রুমা ও থানচি থানায় ছয়টি মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারির নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না : খোকন

ভারতে পালিয়ে থাকা আ.লীগ নেতাদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ

আমলাতন্ত্র সংস্কারের উদ্যোগ স্তিমিত হয়ে গেছে : বিআইপি

চাকরি দিচ্ছে দারাজ, কাজ করতে পারবেন নিজ নিজ জেলায়

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে : টুকু

‘জুলাই সনদ’ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি

‘সিলেটে পাথর লুটে জড়িতদের পুরো তালিকা প্রকাশ করবে প্রশাসন’

নির্ধারিত সময়ে হয়নি ওষুধের তালিকা হালনাগাদ ও মূল্য নির্ধারণ প্রতিবেদন

পরশু, তরশু নাকি আজই?

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

১০

স্ত্রীর প্রতারণার ভয়ংকর বর্ণনা দিলেন শওকত

১১

যে ৩৩ ওষুধের দাম কমিয়েছে ইডিসিএল

১২

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

১৩

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

১৪

দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করতে হবে শিক্ষার্থীদের, জানাল শিক্ষা বোর্ড

১৫

দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না : চরমোনাই পীর

১৬

ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান 

১৭

শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত, থানায় মামলা

১৮

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

১৯

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

২০
X