ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষমুহূর্তে বাড়ি ফিরছে মানুষ। তবে যাত্রী ও গাড়ির সংখ্যা কম থাকায় স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন স্থানে দেখা গেছে এ চিত্র। যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত কয়েক দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তায় যানবাহনের ধীর গতি, বেশি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। কিন্তু বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে এ পরিস্থিতির উন্নতি ঘটে। মহাসড়কের কোনো পয়েন্টে নেই যানজটের ভোগান্তি। স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়ি।
যাত্রী ও চালকরা বলছেন, শেষ সময়ে সড়কে কোনো ধরনের ভোগান্তি নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করায় সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন তারা।
ফরিদপুর থেকে আসা প্রাইভেটকার যাত্রী বলেন, মাত্র দুই ঘণ্টায় ফরিদপুর থেকে চৌরাস্তা আসতে কোথাও তেমন থামতে হয়নি। মহাসড়ক অনেকটা ফাঁকা, গাড়িও কম।
এদিকে, যানজট না থাকলে পরিবহনগুলোতে দেখা গেছে যাত্রী সংকট। ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে কম যাত্রী পরিবহন করতে দেখা গেছে।
গাজীপুর পরিবহনের চালক রুবেল বলেন, রাস্তায় যাত্রী নেই। মাত্র ৫০০ টাকায় মতিঝিল থেকে চান্দনা চৌরাস্তায় এসেছেন তিনি। এখন ২০০০ টাকার তেল ভরে মালিককে কী দেবেন এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার অশোক কুমার পাল বলেন, মহাসড়কে যাত্রী তেমন নেই। ফলে ফাঁকা সড়ক দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন