আজহার ইমাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ এএম
অনলাইন সংস্করণ

দোলনা কারিগরের সংসার চলে অভাবে

দোলনা তৈরিতে ব্যস্ত নগেন চন্দ্র মোহন্ত। চবি : কালবেলা
দোলনা তৈরিতে ব্যস্ত নগেন চন্দ্র মোহন্ত। চবি : কালবেলা

বাঁশের চিকন কাঠির গোলাকার ফ্রেমের ভেতরে বসে কাজ করছেন নগেন চন্দ্র মোহন্ত (৫৪)। একটি কাঠির সঙ্গে মোটা সুতা দিয়ে আরেকটি কাঠি জোড়া লাগাতে তার হাত চলছে নিখুঁতভাবে। আড়াআড়ি সাজানো লাল-সবুজ রঙের কাঠির নিপুণ কারুকাজ শেষে ফ্রেমে লাগিয়ে দেন রঙিন দড়ি। তৈরি হয় শিশুদের দোলনা। নগেনের কাছ থেকে কেনা রঙিন দোলনায় শুয়ে শিশুরা হয়তো শান্তিতে ঘুমায়; কিন্তু জটিল রোগ আর আর্থিক অনটনে নির্ঘুম রাত কাটান দোলনার কারিগর নগেন চন্দ্র।

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের রেলস্টেশন এলাকায় নগেন চন্দ্র মোহন্তের বাড়ি। দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে তিনি শুক্রাশয়ের সংক্রমণ, গোদরোগ ও প্রসাবের জ্বালাপোড়ায় ভুগছেন। এ সংক্রমণে যৌনাঙ্ক কখনো ফুলে গিয়ে সেখানে প্রচণ্ড ব্যথা করে। এতে তিনি প্রায় সময় শয্যাশায়ী হয়ে পড়েন। দোলনা তৈরি ও বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে নিজের চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নগেন চন্দ্র। এরই মধ্যে গ্রাম্য চিকিৎসক থেকে শুরু করে শহরের বড় ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন তিনি। তবে গত চার বছরে অনিয়মিত চিকিৎসায় তার রোগ এখন জটিল রূপ নিয়েছে।

এক মাস আগেও দোলনা তৈরির কাজে যে হাত নৈপুণ্য দেখাত, শরীরের পীড়ায় সেই হাত আর আগের মতো কাজ করতে পারে না। চিকিৎসক জানিয়েছেন, খুব শিগগির অস্ত্রোপচার করতে হবে। এতে খরচ হবে লাখখানেক টাকা। চিকিৎসার টাকা কীভাবে জোগাড় হবে, তা জানেন না নগেন চন্দ্র।

দোলনা তৈরি ও বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে নিজের চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নগেন চন্দ্র। গত চার বছরে অনিয়মিত চিকিৎসায় তার রোগ এখন জটিল রূপ নিয়েছে।

গত ৬ এপ্রিল নগেন চন্দ্রের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় তার স্ত্রী দ্রৌপদী রানী দোলনার কাঠিতে নীল রং করছেন। পাশে অসুস্থ শরীর নিয়ে নগেন চন্দ্র দোলনার ফ্রেমের ভেতরে বসে দোলনার কাঠি জোড়া দিতে সুতা বাঁধছেন। অসুস্থ শরীর নিয়ে এভাবে কাজ করতে প্রায় সময় আর পারেন না, কখনো শয্যাশায়ী হয়ে পড়েন বলে জানালেন তার স্ত্রী। প্রায় রাতে ঘুমাতে পারেন না, যন্ত্রণায় ছটফট করে কাটান।

দ্রেীপদী রানী জানান, তাদের দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ের বিয়ে হয়েছে তিন বছর আগে। আর ছোট মেয়ের বিয়ে হয়েছে মাসখানেক হলো। ছেলে একাদশ পড়ছে।

নগেন চন্দ্র জানান, তার পৈতৃক ভিটা ছিল বগুড়ার আদমদীঘি উপজেলা সান্দিরা গ্রামে। সেখান থেকে কোনো জমি-সম্পদ পাননি তিনি। তার প্রায়াত বাবা নকুল চন্দ্র মোহন্তও পেশায় ছিলেন দোলনা তৈরির কারিগর। বাবার কাছ থেকেই এটি তৈরির কাজ শিখেছিলেন নগেন। নিজ হাতে দোলনা তৈরি করে সেগুলো বগুড়ার সান্তাহার বাজারে বিক্রি করতেন। মাঝেমধ্যে বিক্রি করতে বিরামপুর শহরে আসতেন। সেখানে তার তৈরি করা দোলনা ভালো বিক্রি হতে থাকায় প্রায় ২০ বছর আগে বিরামপুর পৌর শহরে বাসা ভাড়া নেন। পরে শহরের ঢাকা মোড়ে দোলনার দোকান দেন। পরবর্তী সময়ে বিরামপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের জায়গাতে টিনের ছাউনি ও বেড়া দিয়ে বাড়ি করে সেখানেই বসত গড়েন তিনি।

বাজার থেকে বাঁশ, প্লাসিকের ফিতা ও রং কিনে বাড়িতে নিয়ে দোলনা তৈরি করেন নগেন। দিন শেষে তৈরি হওয়া এগুলো পৌঁছে দেন শহরের স্থানীয় দোকানে। তার কাজে এত দিন সহায়তা করে এসেছেন স্ত্রী ও ছোট মেয়ে। মেয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ায় বাড়িতে এখন দোলনা তৈরির কাজে একমাত্র সহযোগী স্ত্রী। পরিবারের সদস্যদের সহযোগিতায় নগেন চন্দ্র আগে যেখানে প্রতিদিন চার থেকে পাঁচটি করে দোলনা তৈরি করতে পারতেন, সেখানে এখন সেই সংখ্যা কমে গেছে।

স্ত্রীকে নিয়ে সারা দিনে দুটি দোলনা তৈরি করেন। আর এতে ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। নগেন ও দ্রৌপদী বলেন, আয়ের টাকায় প্রতিদিন ১৯৪ টাকার ওষুধ, ছেলের পড়ালেখা খরচ আর খাবার জোটাতে অসুস্থ শরীর নিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।

এ ব্যাপারে কথা হয় বিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়ালের সঙ্গে। তিনি বলেন, ‘নগেন চন্দ্র যদি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশন করাতে চান, সে ক্ষেত্রে হাসপাতালে সমাজসেবা থেকে ওষুধ ও অপারেশন উপকরণ কিনতে সহযোগিতার সুযোগ রয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলাকালে তার ওষুধ কেনার জন্য উপজেলা সমাজসেবা থেকে আর্থিক সহযোগিতা করা হবে।’

নগেন চন্দ্র মহন্ত দৈনিক কালবেলাকে জানান, ‘শরীরের অসুখ নিয়ে খুব কষ্টোত আছো। এই শরীর নিয়ে আগের মতো আর দোলনা বানবার পারো না। আয় রোজগারও আগের মতো হয় না। তার ওপোরোত আবার ডেইলি ১৯৪ টাকার ঔষধ কিনবার নাগে (লাগে)। অ্যালা চিন্তা করলে তো দুচোখোত আন্দার (অন্ধকার) দ্যাখো। ডাক্তার কইছে অপারেশন করবার নাগবে। এক লাখ টাকার মতো খরচ হইবে। এত টাকা মুই কোত্তে (কোথায়) পাবু। কেউ যদি হেল্প করলো হয়, তাহলে তো অসুখ সারলো হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

১০

আলোচনা ছাড়াই করা গোপন চুক্তিতে জনগণের দায় নেই : জোনায়েদ সাকি

১১

ধানের শীষ শুধু নির্বাচনী নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষারও প্রতীক : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

খাঁচা থেকে সিংহ পালানোর ঘটনায় তদন্ত কমিটি

১৩

ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

১৪

ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান

১৫

পরীক্ষক আসবেন শুনে জানালা দিয়ে বই নিক্ষেপ, অতঃপর...

১৬

ফ্লাইট বাতিলের হিড়িক, যে কৌশলে বিয়ের অনুষ্ঠান সারলেন বর-কনে

১৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু সাদকা করলেন কায়কোবাদ 

১৮

৫০০ রিকশাচালককে নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

১৯

সবুজের টার্গেট ওমান প্রবাসীদের লাশ

২০
X