ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৫:৪০ এএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ ঘাটতির কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধামরাইয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা
ধামরাইয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিদ্যুৎ তৈরির উপাদান পরিবহন ব্যয় তিন থেকে চার গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে বিদ্যুতে সাময়িক সমস্যা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী বলেছেন জুন মাস শেষেই বিদ্যুতের আর ঘাটতি থাকবে না।

শনিবার (১০ জুন) দুপুর ১টার দিকে ধামরাইয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর ঢাকা জেলা পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যুৎ তৈরির উপাদান ডিজেল, হেলেঞ্জি, কয়লা এ সবগুলোর পরিবহন ব্যয় তিন থেকে চার গুণ বৃদ্ধি পেয়েছে। সবকিছুর দাম এতবেশি বেড়েছে, যার জন্য সবকিছু সমাধান করতে একটুখানি সময় লেগে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন জুন মাস শেষে বিদ্যুতের আর ঘাটতি থাকবে না। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি সেটা অব্যাহত থাকবে।

তিনি বলেন, সারা বাংলাদেশে বিদ্যুতায়ন করেছি। এখন ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার সক্ষমতা আমাদের রয়েছে। বিদ্যুতের কেন ঘাটতি হবে, প্রশ্নই আসে না। এটা সাময়িক সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

আসাদুজ্জামান খান আরও বলেন, দ্রব্যমূল্যের দাম অবশ্যই কিছু বেড়েছে। সরকার ভর্তুকির উপর ভর্তুকি দিচ্ছে। ভর্তুকি দিতে দিতে অর্থনীতিতে একটু চাপ পড়েছে। তারপরও আমরা কিন্তু কোনটাই কমতি নেই। আজকে আমরা ৭ লাখ ৬৩ হাজার কোটি টাকার বাজেট দিয়েছি। প্রধানমন্ত্রী সবকিছু করে দেখিয়েছেন। আমরা আগামীতেও দেখিয়ে দিব যে, আমরা পারি। বাঙালি মাথা নত করা জাতি নয়, বাঙালি সব সময় মাথা উঁচু করে চলবে। এটাই হলো বঙ্গবন্ধুর রাষ্ট্র, বাংলাদেশ।

এ সময় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুসাইন মুহাম্মদ হাই জকী।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র কবির মোল্লা, ধামরাই থানার ওসি হারুন অর রশীদ, ওসি (তদন্ত) ওয়াহিদ পারবেজ, ওসি (অপারেশন) নির্মল কুমার দাস, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

খুলনা মহানগরীর ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে

ছেলেদের ৬ বিষয় যা মেয়েদের কাছে গুরুত্বপূর্ণ

অন্তর্ভুক্তির ৩ বছর পেরোলেও ভর্তি কার্যক্রম শুরু করতে পারেনি যবিপ্রবি

পেঁয়াজের চারা বিক্রির ধুম

ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গাড়ি ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

বিশ্বকাপ দলে কেন জায়গা হয়নি গিলের, জানাল অধিনায়ক-নির্বাচক

পরিবর্তিত রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়বে বিএনপি : রবিউল আলম

রাষ্ট্রীয় শোক শেষে শিল্পকলায় ফিরছে সাংস্কৃতিক কর্মসূচি

১০

হাদির হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান হাবিবের

১১

‘হাদি ভাই, আমাদের রেখে একা কোথায় চলে যাচ্ছো...’

১২

‘ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে’

১৩

সেই কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত ভ্রমণ স্থগিতের সিদ্ধান্ত ইইউর

১৪

অ্যাশেজ : জিততে ইংল্যান্ডের দরকার ২২৮, অস্ট্রেলিয়ার ৪ উইকেট

১৫

সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়কের ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

তামার পাত্রে রাখলে বিপদ ডেকে আনতে পারে এই ৩ ধরনের খাবার

১৭

বিএনপি প্রার্থীদের নিয়ে আজও তারেক রহমানের মতবিনিময়

১৮

ওসমান হাদির স্মরণে দোকানপাট বন্ধ ঘোষণা

১৯

ওসমান হাদির ঘটনায় যে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

২০
X