বরগুনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৪ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ভোটদানের শর্তে কোরআন ছুঁয়ে টাকা নেওয়ার কল রেকর্ড ভাইরাল

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ভোট দেওয়ার শর্তে পবিত্র কোরআন ছুঁয়ে কসম করে টাকা নিতে হবে’ এমন একটি ফোনকল রেকর্ড সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার ছবিযুক্ত ৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি কল রেকর্ড ভাইরাল হয়। মুহূর্তেই ভাইরাল ওই কল রেকর্ডটি জেলার সর্বত্র ছড়িয়ে পড়লে সব শ্রেণিপেশার মানুষের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

শাহজাহান মাস্টার নামের এক ব্যক্তি এক ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কোরআন ছুঁয়ে টাকা নিতে ভোটারদের প্রভাবিত করছেন বলে কালবেলা প্রতিনিধিকে জানিয়েছেন স্থানীয় ভোটাররা। স্থানীয়রা জানান, শাহজাহান মাস্টার আমতলীর খুড়িয়ার খেয়াঘাট এলাকার আফতের মৃধার ছেলে। তিনি ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার একনিষ্ঠ সমর্থক।

৩ মিনিট ১৫ সেকেন্ডের ভাইরাল ওই কল রেকর্ডের কথোপকথনে শোনা যায়, শাহজাহান মাস্টার মোবাইল ফোনে এক ভোটারকে ভোট দেওয়ার শর্তে কোরআন ছুঁয়ে কসম করে টাকা নেওয়ার কথা বলা হয়। এতে ওই ভোটার ও তার স্ত্রী কোরআন ছুঁয়ে টাকা নিতে অস্বীকৃতি জানায় এবং কর্মী তালিকা থেকে তাদের নামও কেটে দিতে বলেন। তবে অটোরিকশা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নয়ন মৃধার পক্ষেও টাকা বিতরণের কথা তাদের বলতে শোনা যায়।

ভাইরাল কল রেকর্ডের বিষয়ে শাহজাহান মাস্টারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে তিনি মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন।

ভাইরাল হওয়া কলরেকর্ডের বিষয়ে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার এক সমর্থক ফোনটি রিসিভ করেন।

আটোরিকশা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নয়ন মৃধা কিছুদিন আগের করা একটি হত্যার অভিযোগের মামলায় জেলহাজতে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী কালবেলাকে বলেন, বিষয়টি এখন পর্যন্ত আমার নজরে আসেনি। এর আগেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। দুজনকে জেল দেওয়া হয়েছে। ওখানে (আমতলী সদর ইউনিয়ন) উপজেলা ভূমি কর্মকর্তা সার্বক্ষণিক শৃঙ্খলার দায়িত্বে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

অর্থ পুরস্কারের পাশাপাশি প্লট পাচ্ছেন সেনেগালের ফুটবলাররা

জাপানে সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যে আহ্বান ইসলামী আন্দোলন আমিরের

ইসলামী আন্দোলনের ৫৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মোবাইলে বিপিএলের ফাইনাল দেখবেন যেভাবে

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী চামাইরা বাবু গ্রেপ্তার

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

বড় পতনের পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দিনে ভোটকেন্দ্রে ক্যামেরা স্থাপন, রাতেই ভাঙচুর

১০

অস্কারের মঞ্চে জায়গা পেল না কানে প্রশংসিত ‘হোমবাউন্ড’

১১

খালিদুজ্জামানের ডিগ্রি বিতর্ক : বিএমডিসি নিয়ে মুখ খুললেন ডা. মৃণাল

১২

‘নীরবে’ চলে এলো বিপিএলের ফাইনাল, শেষ হাসি হাসবে কে

১৩

ঢাকা-১০ আসন / শহীদ পরিবারদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত প্রার্থী 

১৪

‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন

১৫

শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২

১৭

ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বড় বহর পাঠাল যুক্তরাষ্ট্র

১৮

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া স্থগিত

১৯

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

২০
X