একটি লাউ গাছের ডগায় একসঙ্গে ১৮টি লাউ ধরেছে। যা রীতিমত এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। আর সেই লাউগুলো দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। কেউ বলছেন অলৌকিক আবার অনেকের মতে এটা আল্লাহর কুদরত।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ গ্রামে কৃষক ইসমাইল হোসেনের বাড়িতে লাউয়ের এমন চিত্র দেখা যায়।
জানা গেছে, ইসমাইল ছয় মাস আগে বাজার থেকে একটি লাউ গাছের চারা কিনে আনেন। পরে একটি বস্তার মধ্যে জৈব সার ও মাটি দিয়ে লাউয়ের চারাটি রোপন করেন। কিছুদিন পর চারা গাছটি বেড়ে উঠলে রান্না ঘরের চালে লাউয়ের ডগা উঠিয়ে দেন তিনি।
এক পর্যায়ে লাউ গাছটি গোটা চালে ছড়িয়ে যায়। প্রথমে ওই গাছে ১০ থেকে ১২টি লাউ ধরেছিল। যা তারা নিজেরা রান্না করে খান। কিন্তু গত ১৫ দিন আগে গাছটির গোড়ার দিকের একটি ডগায় একসঙ্গে অনেকগুলো লাউয়ের জালি দেখতে পান ওই কৃষক। পরে হিসাক করে দেখেন সেখানে একসঙ্গে একই ফুলের ডগায় ১৮টি লাউ রয়েছে। সেই লাউগুলো ধীরে ধীরে বড় হচ্ছে।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, এটা জেনেটিক সমস্যার কারণে হয়ে থাকে। এটা অস্বাভাবিক কিছু না, এটা কৃষকের জন্য ভালো।
এ বিষয়ে বিজ্ঞানীরা মনে করেন, অধিক তাপমাত্রা ও প্রতিকূল পরিবেশের কারণে পলিনেটরের উপস্থিতি কমে যায় ফলে অপর্যাপ্ত পরাগায়ন ঘটে ও বিভিন্ন রকম ফলের বীজের যথাযথ বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে এবং পরিপক্ব ফল উৎপাদন ব্যাহত হয়। এছাড়াও ফলের ভ্রূণের যে অংশে বৃদ্ধি ঘটে সেখানে পরিবেশগত কারণে ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে ফলের আশ্চর্যজনক বৃদ্ধি ঘটে। যাতে দেখতে যমজ মনে হয় অর্থাৎ একাধিক ফল একসঙ্গে লেগে থাকে।
মন্তব্য করুন