আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ল ২০ বিঘা পানের বরজ

পানের বরজে আগুন। ছবি : কালবেলা
পানের বরজে আগুন। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অগ্নিকাণ্ডে অন্তত ২০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। বুধবার (১ মে) সন্ধ্যায় উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর-নারায়ণপুরে গ্রামের ধাবগাড়ির ফসলি মাঠে আগুনের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে একটি পান বরজে আগুন লাগে। সেই আগুন পাশের পান বরজে ছড়িয়ে পড়ে। একে একে প্রায় ৩৫টি পান বরজ ও ৭টি কলা বাগান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে গ্রামের শতাধিক মানুষ আগুন নেভাতে মাঠে ছুটে যান। মাঠে পুকুর কিংবা ডোবা না থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, দুয়ারপাড় মাঠে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি প্রবেশ করতে পারেনি। এ ছাড়া সেখানে পানির ব্যবস্থা ছিল না। এতে আগুন নেভাতে সমস্যা হয়। পরে বসতবাড়ির মোটরের পানি দিয়ে আগুন নেভানো হয়।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ পান বরজে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। পানের বরজ হওয়ার কারণে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আলমডাঙ্গার দুটি ইউনিটের সঙ্গে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট কাজ শুরু করে।

তিনি বলেন, মাঠের মধ্যে হওয়াতে পানি পেতে কষ্ট হয়েছে। ৪ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ জন কৃষকের ৪০ বিঘা জমিতে প্রায় সাড়ে তিন হাজার পিলি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

গত ২০ এপ্রিল সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দির খুশিরপাড়া নামক স্থানে আগুনের সূত্রপাত। পরে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসীসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

মে মাসে পুড়তে পারে দেশ

ভাঙা হলো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

১০

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

১১

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

১২

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১৩

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১৪

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১৫

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

১৬

সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত

১৭

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

১৮

ইয়েমেনের হামলায় যুদ্ধবিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী

১৯

বাড়িতে ছাদবাগান থাকলে মিলবে ৫ শতাংশ ট্যাক্স রেয়াত

২০
X