চট্টগ্রামের আনোয়ারায় শ্বশুরবাড়ি থেকে সানজিদা আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মো. আবদুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মে) সকালে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের আলম খান মেম্বারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সানজিদা আক্তার দুধকুমড়া গ্রামের মো. ফরিদের মেয়ে। তিনি একই গ্রামের মো. আবদুল করিমের স্ত্রী। তাদের মো. হাসান ও আহাদ নামে দুই শিশুসন্তান রয়েছে।
নিহত সানজিদার মা মমতাজ বেগম বলেন, আমার মেয়ের বিয়ে পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। কিন্তু বাচ্চাদের মুখের দিকে থাকিয়ে আমার মেয়ে সব সহ্য করেছে। নির্যাতন বেড়ে গেলে গত রমজানের আগে আমার মেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসে। গত সোমবার রাতে স্বামী নিজে এসে আমার মেয়েকে নিয়ে যায়।
তিনি বলেন, আজ সকালে সানজিদার শ্বশুরবাড়ির এক লোক আমাদের ফোন করে জানায়, আমার মেয়ে মারা গেছে। আমরা গিয়ে দেখি, মেয়ের হাত ভাঙা, কান দিয়ে রক্ত পড়ছে, শরীরে আঘাতের চিহ্ন। তারা আমার মেয়েকে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
সানজিদার ভাসুরের স্ত্রী আজভী আক্তার বলেন, আমার দেবর আবদুল করিম চাকরিতে যাওয়ার সময় আমার শাশুড়িকে বলছে সানজিদাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। সকাল সাড়ে ৮টার দিকে শাশুড়ি তার কক্ষে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে চিৎকার করে। পরে আমরা গিয়ে বিছানায় তার মরদেহ দেখতে পাই।
আনোয়ারা থানার সোহেল আহমদ কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিবার একটি হত্যা মামলা করেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন