রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমাঞ্চল রেলে ভয়াবহ শিডিউল বিপর্যয়, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী রেলওয়ে স্টেশন অপেক্ষারত যাত্রীরা। ছবি : কালবেলা
রাজশাহী রেলওয়ে স্টেশন অপেক্ষারত যাত্রীরা। ছবি : কালবেলা

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা অভিমুখে আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রার সময় ছিল সকাল ৭টা ৪০ মিনিট। সেই ট্রেন শনিবার (৪ মে) ছেড়ে গেছে দুপুর ১টা ৪০ মিনিটে। অর্থাৎ নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা পর ট্রেনটি নিজ গন্তব্যের উদ্দেশে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

তবে কেবল আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসই নয়, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় সব ট্রেনই দুই থেকে সর্বোচ্চ ছয় ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে। গাজীপুরে শুক্রবার (৩ মে) দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে পর ভেঙে পড়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল।

শুক্রবার (৩ মে) দুর্ঘটনার পর খুব বড় একটা প্রভাব না পড়লেও শনিবার (৪ মে) ট্রেনের সিডিউল বিপর্যয়ে পড়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। তাপপ্রবাহে রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় এমনিতে প্রায় এক মাস থেকে ধীরগতিতে চলছিল পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন ট্রেন। এতে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ছাড়তে পারছিল না এবং পৌঁছাতেও পারছিল না। এর ওপর শুক্রবার গাজীপুরের দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর উদ্ধার কাজ চলার কারণে আরও বিলম্বে চলাচল করছে পশ্চিমাঞ্চলের ট্রেন।

তাই আজ আগের ঘোষণা ছাড়াই সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ছয় ঘণ্টা বিলম্বে ছাড়ে। এতে চরম দুর্ভোগের শিকার হন ট্রেনের যাত্রীরা।

রাজশাহী রেলওয়ে স্টেশনে স্ত্রীকে ট্রেনে তুলে দিতে আসা শফিকুল ইসলাম জানান, আজ সকালে যাত্রা শুরুর মাত্র কয়েক মিনিট আগেই তাদের জানানো হয় যে, ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি কিছুটা বিলম্বে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। কিন্তু ৭টা ৪০ মিনিটের ট্রেন ছয় ঘণ্টা বিলম্বে দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে যায়। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এমন বিলম্বিত ট্রেনের কারণে ভোগান্তিতে পড়েন তাদের মতো অনেক যাত্রী।

বিশেষ করে যারা জরুরি কাজে ঢাকা যাচ্ছেন তারা নির্ধারিত সময়ে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও রোগী ও শিশু ভ্রমণকারীরাও এই তীব্র গরমে কষ্ট শিকার করেই ট্রেনে রওনা হচ্ছেন বলেও জানান।

সাইফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, অতি তীব্র তাপপ্রবাহের কারণে রেললাইন বেঁকে যাচ্ছিল অনেক স্থানেই। তাই এতদিন এমনিতেই দুই থেকে তিন ঘণ্টা করে বিলম্বে চলছিল এই রুটের সব ট্রেন। আর গাজীপুরের দুই ট্রেনের দুর্ঘটনার পর বিলম্বিত ট্রেনের পরিধি আরও বেড়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ট্রেনের টাইম শিডিউল নিয়ে তারা এখন খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছেন। গাজীপুরের দুর্ঘটনার কারণেই মূলত শিডিউল বিপর্যয়ে পড়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। শনিবার ৭টা ৪০ মিনিটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ১টা ৪০ মিনিটে ছেড়েছে।

তিনি বলেন, এ ছাড়াও বনলতা এক্সপ্রেস পৌনে দুই ঘণ্টা বিলম্বে রাজশাহী থেকে ছেড়ে গেছে, আর পদ্মা এক্সপ্রেসও ৩-৪ ঘণ্টা বিলম্ব হতে পারে। এ ছাড়া আজ রাতের ঢাকামুখী আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের কথা তো এখন কিছুই বলা যাচ্ছে না, পরিস্থিতি বুঝে ব্যবস্থা। এই শিডিউল বিপর্যয় কাটতে রোববার (৫ মে) পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানান।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, গাজীপুরের দুর্ঘটনায় তাদের ট্রেন সিডিউল এলোমেলো হয়ে গেছে। এখন ট্রেনগুলোর ডে-অফ না আসলে এই শিডিউল বিপর্যয় কাটানো সম্ভব হচ্ছে না। আর বঙ্গবন্ধু সেতুর কারণেও অনেক দেরি হয়ে যাচ্ছে। যেখানে আগে তিনটা ট্রেন রাখতে পারতেন সেখানে এখন একটা রাখতে পারেন। আরেকটা লাইন দিয়ে একটা ট্রেন ছাড়তে হয়। তবে ২-৩ মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। সংকট তৈরি হওয়ায় তিনি আজকে আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রা বাতিল করতে চেয়েছিলেন। এক হাজার টিকিটের মধ্যে ৪০০-৫০০ রিফান্ডও করা হয়েছিল। কিন্তু ঢাকা থেকে ফিরতি টিকিট কেউ রিফান্ড করেননি, আর সেজন্য ট্রেন শেষ পর্যন্ত বিলম্ব হলেও চালাতে হয়েছে বলে উল্লেখ করেন মহাব্যবস্থাপক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্লামেন্টে এমপিদের মধ্যে তুমুল মারামারি

ঢাবি জাতীয় ছায়া জাতিসংঘ অধিবেশন ৩০ মে শুরু

নোয়াখালীতে পাওয়ার টিলারের চাপায় স্কুলছাত্র নিহত

বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে সরে দাঁড়ালেন ২ প্রার্থী

শতভাগ ফেল করা চার মাদ্রাসাকে শোকজ

এক্সিকিউটিভ পদে বসুন্ধরা গ্রুপে নিয়োগ, কর্মস্থল ঢাকা

হুটার-হাইড্রোলিক হর্ন নিয়ে নতুন সিদ্ধান্ত

গোয়াল ঘরে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

লোকসভা নির্বাচনে কোন দলের নারী প্রার্থী কত?

১০

‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে আরএমপি

১১

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

১২

প্লে-অফে যেতে কোহলিদের বাধা বৃষ্টি  

১৩

২০ জনকে নিয়োগ দেবে গাজী গ্রুপ, বয়স ২২ হলেই আবেদন

১৪

স্কুলে টিকটক করায় শিক্ষার্থী বহিষ্কার

১৫

অভিনয়ের জন্য এক পয়সাও নেন না শাহরুখ খান

১৬

ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য চেয়েছে অধিদপ্তর

১৭

স্কুলের টয়লেটে ৬ ঘণ্টা আটকা শিশু, অতঃপর...

১৮

ভাগ্যে কী আছে বিএনপির ৩০০ নেতার 

১৯

রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণকাজের উদ্বোধন

২০
X