শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
গৌতম সাহা, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে বর্ষার আগেই নড়েচড়ে বসেছে নাসিক

এডিস মশা নিধনে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। ছবি : কালবেলা
এডিস মশা নিধনে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। ছবি : কালবেলা

গত মৌসুমে নারায়ণগঞ্জবাসীকে ভুগিয়েছে ডেঙ্গুর প্রকোপ। মারাও গেছেন কয়েকজন। এবার বর্ষা আসার আগেই নড়েচড়ে বসেছে সিটি করপোরেশন। এডিস মশা নিধনে কর্মপরিকল্পনা বৃদ্ধি ও কর্মীর সংখ্যাও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

এরইমধ্যে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে পাঁচজন করে মশক নিধন দল গঠন করা হয়েছে। ২৭টি ওয়ার্ডে পাঁচজন করে মোট ১৩৫ জন মশক নিধন কর্মীসহ আরও ৪০ জনের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তবে ডেঙ্গু থেকে রক্ষায় এসব কার্যক্রম যথাযথ সঠিক প্রয়োগের দাবি জানান ‍নগরবাসী।

মশক নিধনের বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল বলেন, ডেঙ্গু প্রতিরোধে এরই মধ্যে কর্মসূচি হাতে নিয়ে প্রতিটি ওয়ার্ডভিত্তিক কাজ করা হচ্ছে। অবস্থা বুঝে আরও কার্যক্রম বাড়ানো হবে। প্রতিদিন আমাদের মশক নিধন কর্মীরা ওষুধ ছিটাচ্ছেন। কোনো ভবন বা প্রতিষ্ঠানের ছাদে কিংবা অন্য জায়গায় পানি জমে থাকলে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে। সেখান থেকে এডিশ মশার উপদ্রপ দেখা গেলে নগরবাসীকে সতর্ক করা হচ্ছে।

নাসিক সূত্রে জানা গেছে, সপ্তাহে ছয় দিন প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে অ্যাডাল্টিসাইড, লার্ভিসাইড ওষুধ ছিটানো হচ্ছে। এ ছাড়া জনগণকে সচেতন করতে কাউন্সিলরদের নেতৃত্বে এলাকাভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল-কলেজ ও মাদ্রাসায় জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে। লিফলেট বিতরণসহ মসজিদে জুমার খুতবায় ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। মশক নিধন কার্যক্রমে ২০২২-২৩ অর্থবছরে মশক নিধন ও ফগার মেশিনের জ্বালানির জন্য ১ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৬৯৪ টাকা ব্যয় করা হয়েছে। এবার মশক নিধন সরঞ্জাম ক্রয় ও ফগার মেশিনের জ্বালানি বাবদ ২০২৩-২৪ চলতি অর্থ বছরে এর বাজেট করা হয়েছে ৪ কোটি ১০ লাখ টাকা।

সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, ভারতে ওয়েলবল দিয়ে এডিশ মশা প্রতিরোধ করা হয়। এবার মেয়রের নির্দেশে সেই ওয়েলবল তৈরি করে আমরা একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছি। এটি প্রয়োগ করব যাতে মশক নিধন দ্রুত ও ভালোভাবে হয়।

সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের সমালোচনা করে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মো. নুরুদ্দিন বলেন, বর্ষা মৌসুমে এবং বৃষ্টিতে ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে যায়। এডিশ মশক নিধনের সেবাটা আমাদের সিটি করপোরেশনকেই নিশ্চিত করতে হবে। কিন্তু সেই সেবাটা আমরা নগরবাসী কয়েক বছর ধরে তাদের কাছ থেকে ঠিকমতো পাচ্ছি না। তারা লোক দেখানো স্প্রে করে যায় এবং নামমাত্র অভিযান করে যায়। এভাবে তো এডিস মশা নিধন সম্ভব না। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনকে সঠিক কার্যক্রম গ্রহণের মাধম্যে তা বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। তার সঙ্গে জনগণকেও সচেতন হতে হবে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আব্দুল করিম বাবু বলেন, এডিস মশা থেকে নগরবাসীকে রক্ষা করতে প্রতিনিয়তই কাজ করছে সিটি করপোরেশন। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু মশার ওষধ ছিটানো হচ্ছে এবং নগরবাসীর মাঝে জনসচেতনায় কাজ করা হচ্ছে। এডিশ মশা নিয়ন্ত্রনে শুধু সিটি করপোরেশনকে দায়ী করলে চলবে না। আমাদের নগরবাসীকেও সচেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে। ছাদবাগান, নির্মাণাধীন ও পরিত্যক্ত স্থান ও ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন না করে আমরা যদি পানি জমিয়ে রাখি এবং সেখানে যদি ডেঙ্গু মশার জন্ম নেয় সেজন্য তো আমরাই দায়ী। এডিস মশা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যক্রমের কমতি নেই আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X