কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভাবির চুল কেটে নিল ননদ, ভাইয়ের মামলা

হাসপাতালে চিকিৎসাধীন শিখা আক্তার। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন শিখা আক্তার। ছবি : কালবেলা

নেত্রকোনার কলমাকান্দায় এক গৃহবধূকে মারধর ও চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে ননদ ও ননদের স্বামী, দুই দেবর ও তার শ্বশুরের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন- ননদ রেশমা (২০) ও ননদের স্বামী নয়ন মিয়া (২৬), দেবর কাজল মিয়া (২২), সজল মিয়া (২০) ও শ্বশুর জালাল মিয়া (৬৫)।

এ ঘটনায় মঙ্গলবার (২১ মে) দুপুরে ভুক্তভোগীর স্বামী কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এর আগে সোমবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার পোগলা ইউনিয়নের কুতিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী ফজলুল হক।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ওই গৃহবধূর ননদ রেশমা আক্তার প্রেম করে একই এলাকার জালাল উদ্দীনের ছেলে নয়ন মিয়া (২৬) কে বিয়ে করেন। বিয়ের বিষয়টি মেনে নিতে পারেননি রেশমা আক্তারের পরিবার। এই নিয়ে দুই পরিবারের মধ্যে কলহ লেগেই থাকত। গত সোমবার রেশমা তার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে ভাইয়ের স্ত্রীকে বাড়িতে একা পেয়ে নির্যাতন চালান। মারধরের একপর্যায়ে ওই নারী চিৎকার করলে কাঁচি দিয়ে চুল কেটে দেওয়া হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, ভুক্তভোগী ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।

নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, সোমবার মাগরিবের নামাজ পড়ে আমি বসে ছিলাম। এ সময় আমার ননদ লোকজন নিয়ে এসে আমাকে মারধর করে। পরে চুল কেটে দেয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নয়ন মিয়া ও তার বাবা জালাল মিয়া। তাদের দাবি, বাড়িতে ছিলেন না তারা। তাই এ ঘটনার কিছুই জানেন না।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ফজলুল হক জানান, আমার বোন রেশমা তার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে আমার স্ত্রীকে নির্যাতন করেছে। প্রশাসনের কাছে আমি এ ঘটনার বিচার দাবি করছি।

ভুক্তভোগীর বাবা আব্দুল কুদ্দুছ বলেন, মেয়েকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়। এখনো চিকিৎসা চলছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক জানান, মঙ্গলবার দুপুরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিখা আক্তার শিল্পীর স্বামী। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে কী হয় জেনে নিন

ডুবুরিদের ৩ ঘণ্টার চেষ্টাতেও সন্ধান মেলেনি শিশু নাজিমের

ভাত ছেড়ে দিলেই কি ওজন কমবে? যা বলছেন পুষ্টিবিদ

কানাডা মাতাতে যাচ্ছেন জায়েদ খান

‘বিয়ে করলেও সুখী হতাম না’ চিরকুট লিখে প্রাণ দিলেন নাসরিন

সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব

ড্যাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত ৭১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

২০ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১১

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

ওসির স্বাক্ষর জাল করে ১০ লাখ টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের নামে মামলা

১৩

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী?

১৪

টিভিতে আজকের খেলা

১৫

চক্ষু বিশেষজ্ঞ বিভাগে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

১৬

দিনাজপুরে প্রজন্ম লীগ নেতা তৈবুর গ্রেপ্তার

১৭

ইতালি যাওয়ার এক দিন পরই বাংলাদেশির মৃত্যু

১৮

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৯

সেলস ম্যানেজার পদে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

২০
X