বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটারদের ভয় দেখালে প্রার্থিতা বাতিল করে দেব : ইসি রাশেদা

বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি : কালবেলা
বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘যদি ভোটারদের ভয় দেখানো হয় তাহলে তার প্রার্থিতা আমরা নির্বিঘ্নে বাতিল করে দেব। এরপর কোর্টে যেতে চাইলে যাবেন, না হলে আমাদের কিছুই করার থাকবে না। তিনি বলেন, আচরণবিধি মেনে প্রার্থীদের ঐক্যবদ্ধ হয়ে প্রচার চালাতে হবে। বিনা কারণে একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আক্রমণ করে কথা বলা যাবে না।’ শুক্রবার (২৪ মে) সকালে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে বগুড়ায় আইন-শৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদা সুলতানা। তিনি আরও বলেন, ‘কোনো রকম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। কারণ আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না।’ প্রতিটি কেন্দ্রে নির্বাচনী এজেন্ট নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘এজেন্টরাই প্রতিটি কেন্দ্রে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদ করতে পারে। এজেন্ট শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করবে এবং প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলের তালিকা হাতে নিয়ে তবে কেন্দ্র ত্যাগ করবে। এ কারণে প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট নিয়োগ দিতে হবে।’ স্থানীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে তারা যে এলাকার ভোটার সেই এলাকায় ভোট প্রদান করবেন; এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই এলাকায় অবস্থান করে কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবেন না। কাউকে প্রভাবিত করতে বা ভয় দেখাতে পারবেন না এবং আতঙ্ক সৃষ্টি হয় এমন কোনো কাজও করতে পারবেন না। এ রকম করলে কমিশন তাকে আইনগতভাবে ছাড়বে না।’ বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার পারভেজ রায়হান, অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী, ১৬ বিজিবি নওগাঁর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান, বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানসহ ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গোয়েন্দা বিভাগ, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় প্রথম শতকের দেখা পেলেন রুট

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদুল আলম

আইজিপিকে সরাতে সরকারকে লিগ্যাল নোটিশ

‘আলোচিত’ ঢাকা-১০ আসনে ধানের শীষের প্রার্থী শেখ রবি

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে বিক্রি, ঝুঁকিতে ৪ গ্রাম

চ্যাম্পিয়ন একাডেমি, ছেলেকে পড়াতে পারেন আবাসিক স্কুলে

জোবাইদা রহমান দেশে আসছেন শুক্রবার

কুকুরছানা হত্যায় গ্রেপ্তার নারীর সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

ক্ষোভ প্রকাশ করলেন রবি শঙ্কর কন্যা

১০

মামদানিকে পাত্তা না দিয়ে নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

১১

মাইকিং করে ডেকে পরীক্ষা নেওয়া হলো শিক্ষার্থীদের

১২

বিএনপির আরও ৩৬ প্রার্থীর কে কোন আসনে

১৩

চাঁদাবাজি-দখলদারিত্ব আর দেখতে চাই না : শিবির সভাপতি

১৪

আড়ংয়ে শুরু হচ্ছে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’, চলবে ডিসেম্বর পর্যন্ত

১৫

আকরামের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন স্টার্ক

১৬

আগামী নির্বাচন হবে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন : সালাহউদ্দিন

১৭

স্কুলের তালা ভেঙে প্রাথমিকের পরীক্ষা নিলেন ইউএনও 

১৮

এবার আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ

১৯

হামজা ও মিরাজের সঙ্গে এক স্বর্ণালী সন্ধ্যায়

২০
X