মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড মনপুরা

ঘূর্ণিঝড় রিমালে মনপুরা দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় রিমালে মনপুরা দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি : কালবেলা

ভোলার মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় পুরো উপকূল। ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পর বিপর্যস্ত মনপুরায় ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘরবাড়ি, বেড়িবাঁধ, সবজি ক্ষেত ও পাকা-কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি হয়। এ ছাড়াও শত শত পুকুর ও ঘেরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে।

এদিকে গত তিন দিন ধরে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে রয়েছে। ওই সমস্ত আশ্রয়কেন্দ্রে মানুষ মুড়ি ও বিস্কুট খেয়ে কোনোমতে মানবেতর জীবনযাপন করছে।

তবে মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ক্ষতির চিত্র তুলে ধরা হয় তা মানতে নারাজ স্থানীয় বাসিন্দাসহ জনপ্রতিনিধিরা। তারা জানান, ঘূর্ণিঝড়ে আরও ব্যাপক ক্ষতি হয়। প্রকৃত চিত্র প্রশাসন তুলে আনতে পারেনি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, উপজেলার ৫টি ইউনিয়নে দুই হাজার পাঁচশ ঘর-বাড়ির ক্ষতি হয়। এর মধ্যে ৫০০ সম্পূর্ণ ও ২ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনপ্রতিনিধিরা জানান, ৫ হাজারের ওপরে ঘরবাড়ির ক্ষতি হয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, উপজেলার চারটি ইউনিয়নের ১২টি পয়েন্টে ১৬৫ মিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে। এ ছাড়াও ওই সমস্ত ইউনিয়নে ৩২০০ মিটার বেড়িবাঁধের ক্ষতি হয়।

এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে ৪ কিলোমিটার পাকা সড়ক ক্ষতি হয়। কাঁচা রাস্তা ৬.৮ কিলোমিটার ক্ষতি হয়। হাজিরহাট ও বেড়িবাঁধহীন কলাতলী ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়।

এছাড়া কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১শ হেক্টর সবজির ক্ষেত জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতি হয়।

এ ব্যাপারে হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার ও ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, বেড়িবাঁধ ভেঙে পুরো উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ৫ হাজারের অধিক ঘরবাড়ি ক্ষতি হয়।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম জানান, পুরা উপজেলার ক্ষয়ক্ষতির তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারিভাবে সহযোগিতা এলে ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে?

মানামার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্জ্যে দুর্ভোগে ৩ লাখ মানুষ

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অলিম্পিকে নিষিদ্ধ ছিল যে দেশগুলো

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

১০

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

১১

৬ দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

১২

ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা

১৩

হামলা মামলা ও লাঞ্ছনার শিকার লালমনিরহাটের ৬ সাংবাদিক

১৪

কলেজছাত্রীকে বিবস্ত্র, লজ্জায় আত্মহত্যা

১৫

প্যারিসের আলোয় উদ্ভাসিত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান

১৬

ট্রলার উদ্ধারে গিয়ে ডুবল স্পিডবোট, সৈকতে ভেসে এল ২ মরদেহ

১৭

সিলেটে ‘অবৈধ’ নিয়োগে প্রভাষক জালিয়াতিতে অধ্যক্ষ!

১৮

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী শনিবার

১৯

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

২০
X