শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৫:৩৫ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা মানুষ

উপজেলার শিয়ালখোওয়া কাঁচামরিচের বাজার। ছবি : কালবেলা
উপজেলার শিয়ালখোওয়া কাঁচামরিচের বাজার। ছবি : কালবেলা

লালমনিরহাট কালীগঞ্জে কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা হয়ে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ। জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ প্রকারভেদে ২০০ থেকে ২৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ বিপাকে পড়েছেন। এক সপ্তাহ আগেও ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। হঠাৎ করেই কাঁচামরিচের এমন দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ বিপাকে পড়েছেন।

বুধবার (২৯ মে) কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়ার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ক্রেতারা বলছেন, কয়েকদিন আগেও ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে কাঁচামরিচ। ঈদের আগে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে দিশেহারা হয়ে পড়েছেন তারা। বিক্রেতারা বলছেন, বছরের শুরুতে প্রচণ্ড খরা, উৎপাদন কম হওয়ায় কাঁচামরিচের দাম বেড়ে গেছে।

সকালে জেলার চাপারহাট বাজারে গিয়ে কথা হয় ক্রেতা হাবিব মিয়ার সঙ্গে। তিনি জানান, বাজারে কাঁচামরিচের দাম শুনলে কেনার সাধ মিটে যায়। আগে যেখানে ২০ টাকার মরিচ কিনলে আড়াইশ গ্রাম পেতাম, সেখানে এখন ৬০ টাকা দিয়ে আড়াইশ গ্রাম নিতে হচ্ছে। বাজারে সব থেকে দামি পণ্য এখন কাঁচামরিচ।

পাশেই দাঁড়ানো গোলাম রব্বানী বলেন, কাঁচামরিচের দাম অনেক বেশি। প্রয়োজনে কাঁচামরিচ ছাড়াই রান্না হবে। এত দাম দিয়ে কাঁচামরিচ কেনা আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে সম্ভব নয়। পরে তিনি কাঁচামরিচ ছাড়া বাকি তরিতরকারি নিয়ে চলে যান।

উপজেলার শিয়ালখোয়া বাজারে কয়েকজন কাঁচামরিচ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয়ভাবে মরিচের চাষ কম হওয়ায় এবং চাহিদা অনুযায়ী বাইরে থেকে আমদানি কম হওয়ায় কাঁচামরিচের বাজার এতটা বেড়ে গেছে। কাকিনা চন্দ্রপুর চাপারহাট জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থান থেকে আমরা কাঁচামরিচ আমদানি করে থাকি। এখন আর আমদানি করাও সম্ভব হচ্ছে না। সেখানেই দাম বেশি। মরিচের সিজন শেষ পর্যায়ে। এ সময় এমনিতেই কাঁচামরিচের দাম বেড়ে যায়।

কালিগঞ্জ উপজেলা কাঁচা বাজারের সামনে কথা হয় বাজার করতে আসা খোকন মিয়া সঙ্গে। তিনি বলেন, মরিচের কেজি প্রায় ২৩০ টাকা। সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী। এভাবে সব পণ্যের দাম বাড়তে থাকলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের লোক তাদের বাজার করে খেয়ে বেঁচে থাকার মতো অবস্থা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১০

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১১

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১২

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৩

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৪

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৫

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৬

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৭

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৮

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৯

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

২০
X