জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে বিভিন্ন পেট্রোল পাম্প। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরযান চালকরা।
শুক্রবার (৩২ মে) সকালে বিভিন্ন গণমাধ্যমে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে পেট্রোল পাম্পগুলো অকটেনের সংকট ও সরবরাহ সরকার বন্ধ করে দিয়েছে জানিয়ে মোটরযান চালকদের ফিরিয়ে দিচ্ছেন।
কর্ণফুলীর বড় উঠান ইউনিয়নের ডাকপাড়া শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পে অর্ধ শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেট কার, মাইক্রোসহ অকটেনচালিত গাড়ি তেলের জন্য দাঁড়িয়ে থাকলে ফিলিং স্টেশনের ম্যানাজার মাসুদ জানান, সরকার অকটেন সরবরাহ বন্ধ করে দিয়েছে তাই শুক্রবার ও শনিবার অকটেন পাওয়া যাবে না। এ সময় গ্রাহকরা কারণ জানতে চাইলে তারা সরবরাহ বন্ধ থাকায় পাম্পে তেল নেই বলে জানিয়ে দেন।
ক্ষোভ প্রকাশ করে মোটরসাইকেল চালক ইমরান হোসেন বলেন, তেলের দাম বৃদ্ধির খবর শুনলেই এই পেট্রোল পাম্পে সরবরাহ বন্ধ রাখে। আগেও তারা এসব করেছে।
জানতে চাইলে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী বলেন, সরকার তেল সরবরাহ বন্ধের কোনো নির্দেশনা দেয়নি, বিষয়টি আমি তদন্ত করে ব্যবস্থা নেব।
মন্তব্য করুন