ছয় দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে লালমনিরহাটের সদর উপজেলার পাঁচ গ্রামের শতাধিক গ্রাহক। এ জন্য বিক্ষোভ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার (২৮ মে) ঝড়ে পল্লী বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পর থেকে বিদ্যুৎ আসেনি এসব এলাকায়।
এ ঘটনায় রোববার (২ জুন) সকাল ১০টা থেকে স্থানীয় মেঘারাম বাজারে মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন শতাধিক গ্রাহক ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার ঝড়ের পর থেকে মোগলহাট ইউনিয়নের ইটাপোতা, মেঘারাম, কুড়ুল, কর্ণপুর ও বুমকা গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে এসব গ্রামের চালকল, মুরগির খামার, গরুর খামার, মুঠোফোন ও ফ্রিজ বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে গেছে।
মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, গত মঙ্গলবার ও শনিবার দুই দিনের ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এলাকার লোকজন কষ্টে আছে। পল্লী বিদ্যুৎ গ্রাহকসেবা নিশ্চিতকরণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু ছয়দিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এলাকার লোকজন রাস্তায় নেমে মানববন্ধন করতে বাধ্য হয়েছে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক আবদুল হালিম বলেন, ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছের ডাল ভেঙে পড়েছে। অনেক খুঁটি হেলে পড়েছে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বৈদ্যুতিক সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ আবার দেওয়া সম্ভব হবে।
মন্তব্য করুন