কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে : মাহমুদুর রহমান 

বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। ছবি : কালবেলা

জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। কারণ জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ করতে হলে আগে জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করতে হবে। এজন্য ষড়যন্ত্রকারীরা জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংস্থা-ঢাকার উদ্যোগে ‘তারুণ্যের গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ ও উত্তরণে যুব তরুণদের ভূমিকা’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি তরুণদের লোভ-লালসায় লিপ্ত না হতে আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা নানা রকম ফাঁদে ফেলতে কাজ করছে। তাই সতর্কতা অবলম্বন করতে তিনি জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

স্বাধীনতার ৫৪ বছরেও শোষণ এবং বৈষম্য মুক্ত দেশ গড়তে না পারা প্রবীণদের ব্যর্থতা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, সেই ব্যর্থতার গ্লানি মুছতে তরুণরা এগিয়ে এসেছে। তরুণদের মধ্যে যেই সাহস ও দেশপ্রেম দেখা যাচ্ছে এই তরুণদের কোনো পরাশক্তি দমাতে পারবে না।

তিনি শহীদ আনাসের সাহসিকতা, দেশপ্রেম তুলে ধরে বলেন, শুধু তরুণেরাই নয়, আনাসের মতো কিশোরেরাও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সারা পৃথিবীতে বাংলাদেশের জুলাই বিপ্লব বিশ্বের আইকন। বাংলাদেশের জুলাই বিপ্লব ছাত্রদের নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। কেউ নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করলেও সেটি সঠিক নয়।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন সংস্থা-ঢাকার সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও সেমিনারে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ড. আব্দুর রব বলেন, জুলাই বিপ্লব তারুণ্যের বিজয়। তরুণদের নেতৃত্বে এই বিজয় অর্জিত হয়েছে। এই বিপ্লবে শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের মধ্যে সংখ্যায় বেশি তরুণ ও কিশোর। এই তরুণ ও কিশোরেরা জাতিকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সাহসিকতা দেখিয়েছে। পুরো জাতিকে তারা ঐক্যবদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে। এই ঐক্যে ফাটল দেখা দিলে বিপ্লব নস্যাৎ হয়ে যাবে। জাতি দুর্বল হয়ে যাবে। তাই শক্তিশালী জাতি গঠনে বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁড়িয়ে পানি পান করলে কি ক্ষতি হয়

‘দে দে পেয়ার দে ২’-এর টিজারই থাকবে চমক

খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় প্রকাশ

কোনো ধর্মীয় উৎসবকে রাজনৈতিক কূটচালের শিকার হতে দেব না : হাসনাত

ধর্মঘট প্রত্যাহারের ২ ঘণ্টা পর ফের বন্ধ দূরপাল্লার বাস

ইসরায়েলে হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত

মালয়েশিয়াগামী ১৬০০ প্রার্থীর সাক্ষাৎকার কখন, জানাল বোয়েসেল

 বিশ্ব হার্ট দিবস উদযাপন করলো মাতৃভূমি হার্ট কেয়ার

সাবেক এমপি বাদল কারাগারে

১০

নগর, পরিবেশ, পরিকল্পনা ও ঢাকা : এক সংকটময় সন্ধিক্ষণ

১১

পান্থর অতিথি জুয়েল আইচ ও তারিক আনাম খান

১২

এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব রানার্সআপ

১৩

রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ৫৮.৬ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

১৪

ডায়েটিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে এভারকেয়ার হাসপাতাল

১৫

‘ব্যাচেলর পয়েন্ট’ হঠাৎ কক্সবাজারে, থাকছে সারপ্রাইজ

১৬

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষ, বিএনপির অফিস ভাঙচুর

১৭

যুব অর্থনীতিবিদ সমিতির সভাপতি আবু নাসের, সাধারণ সম্পাদক তুহিন 

১৮

প্রস্রাবে প্রোটিন গেলে কী করবেন

১৯

স্কুল-কলেজে নতুন নিয়মে হবে কর্মচারী নিয়োগ

২০
X