মোহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

গরু কিনলে এসি ও মোটরসাইকেল ফ্রি

কোরবানি হাটের জন্য প্রস্তুত ‘ভাগ্যরাজ’ (বাঁয়ে) ও মহারাজ (ডানে)। ছবি : কালবেলা
কোরবানি হাটের জন্য প্রস্তুত ‘ভাগ্যরাজ’ (বাঁয়ে) ও মহারাজ (ডানে)। ছবি : কালবেলা

মাত্র একটি গরু কিনলেই এসি ও মোটরসাইকেল ফ্রি। এমন লোভনীয় অফার দিয়েই গরু দাম হাঁকাচ্ছেন দুই খামারি। তাদের ঘরে পালা দুই গরুর একটি মহারাজ এবং অন্যটি ভাগ্যরাজ। তাদের দেখতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে এলাকাবাসী।

উঠানে আসতেই রাজকীয় আওয়াজে নিজের জানান দিচ্ছে ৬ ফুট উচ্চতা ও ১৪ ফুট লম্বা কালো মহারাজ। নিজেকে শ্রেষ্ঠ প্রমাণে যেন রাজকীয় হুংকার। গোয়ালঘর থেকে মহারাজকে বের করতে রীতিমতো ঘাম ঝরাতে হয় গৃহকর্তা জীবন বিশ্বাস ও তার স্ত্রী মাধবী লতাকে। কোরবানির বাজারে এরই মধ্যে নাম ছড়িয়ে পড়েছে ৩০ মণ ওজনের মহারাজের নাম।

অন্যদিকে, কৃষক মোফাজ্জল হোসেন তার গোয়ালে দেশি পদ্ধতিতে লালন করেছেন ৪০ মণ ওজনের ভাগ্যরাজকে। জন্মের পর নিজের মায়ের পাশাপাশি একই গোয়ালে থাকা আরও চারটি গাভীর দুধ খেয়ে বড় হয়েছে ভাগ্যবান। এ কারণেই ষাঁড়টির এমন নাম রেখেছেন তার মালিক।

মহারাজের ২০ লাখ ও ভাগ্যরাজের দাম ২৫ লাখ হাঁকাচ্ছেন তাদের দুই মালিক। ক্রেতাকে এসি ও মোটরসাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ভাগ্যরাজের মালিক মোফাজ্জল হোসেন বলেন, তার ষাঁড়টিকে যদি কেউ ২৫ লাখ টাকা দিয়ে কেনে তাহলে তিনি তাকে শোরুমে থেকে নতুন পালসার মোটরসাইকেল কিনে দেবেন।

মহারাজের মালিক মাধবী লতা বলেন, এটি ফ্রিজিয়ান গরু। এর বয়স প্রায় ৩ বছর। ষাঁড়টি ২০ লাখ টাকায় বিক্রি করতে চাচ্ছি। যদি কেউ এ দামে মহারাজকে কিনতে চায় তাহলে তাকে এসি পুরস্কার দেওয়া হবে।

বিশালাকার মহারাজ ও ভাগ্যরাজকে নিয়ে দুই গ্রামীণ খামারি জীবন বিশ্বাস ও মোফাজ্জল হোসেন পুরস্কার বা অফারের যেন এক রকম প্রতিযোগীতায় নেমেছেন।

মাগুরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস বলেন, আশা করা যায় গরু দুটি অনেক দামে বিক্রি হবে। প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে তাদের অনেক পরামর্শ দেওয়া হয়েছে। অন্যান্য খামারিরা যাতে উৎসাহ হয় আমরা সে ব্যাপারেও কাজ করে যাচ্ছি।

কোরবানিকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে স্বল্প খরচে দানাদার খাবারের বিপরীতে খামারির নিজস্ব জমিতে উৎপাদন হচ্ছে নেপিয়ার ও পাকচং জাতের ঘাস। ডালজাতীয় ভুসি খাবারের মাধ্যমে এ ধরনের গরু মোটাতাজাকরণ কৃষকের অর্থনীতি আরও মজবুত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তার অভাববোধ অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিবন্ধক : দেবপ্রিয় ভট্টাচার্য

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫৯৬ পদে বড় নিয়োগ, এসসি পাসেই আবেদন

১৪ বছর পর অ্যাশেজ জয়ের স্বপ্ন ইংল্যান্ডের

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে : নেজামে ইসলাম

রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ

ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির

রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

শ্রদ্ধা-ভালোবাসায় দ্বীপকে শেষ বিদায় দিলেন বাহুবলবাসী

১০

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

১১

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

১২

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

১৩

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

১৪

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

১৫

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

১৬

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

১৭

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

১৮

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

১৯

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০
X