গোপালগঞ্জের কাশিয়ানী থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদে দুজনকে মারপিটের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, কাশিয়ানী থানার উপপরিদর্শক সাজেদুর রহমান সোহাগ ও সহকারী উপপরিদর্শক খায়রুল আলম।
এ ঘটনায় গত ১৮ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী রাজিব মোল্যাসহ আরও দশ পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ মে রাত ৯টায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা রাজিবের ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা দুজন মেহমানকে মিথ্যা অপবাদে শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে এস আই সাজেদুর রহমান সোহাগ ও এএসআই খায়রুল আলম নগদ চৌত্রিশ হাজার টাকাসহ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাত ১২টায় বেরিয়ে যায়।
এ বিষয়ে রাজীব মোল্যার স্ত্রী জানান, ঐদিন রাতে পুলিশের অত্যাচার সইতে না পেরে ঘরে গচ্ছিত থাকা ১৪ হাজার টাকা নেওয়ার পর, আরও টাকার দাবি করে। পরে পার্শ্ববর্তী এক বাড়ি থেকে আরও বিশ হাজার টাকা ধার করে দেওয়া হয়।
প্রতিবেশী জোসনা বেগম একই ঘটনার বর্ণনা দিয়ে বলেন, দুই পুলিশ অফিসার আমাদের এখানে মাঝেমধ্যেই আসে এবং ভয়ভীতি দিয়ে থাকে।
এ বিষয়ে অভিযুক্ত উপপরিদর্শক সাজেদুর রহমান সোহাগ জানান, রাজিব মোল্যা একজন মাদক ব্যবসায়ী।
অভিযুক্ত সহকারী উপপরিদর্শক খায়রুল আলম বলেন, আমরা সেদিন আসামি আটক করতে গিয়েছিলাম সেখানে। তবে আসামি না পেয়ে ফিরে আসি।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলী আফিফা কালবেলাকে বলেন, তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন