সিলেট নগরীর মানিকপীরের টিলায় ছুরিকাঘাতে আবুল হাসান সাবিল নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় শাহীন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে সিলেট নগরীর মানিকপীর কবরস্থানের ভেতরে টিলার রেলিংয়ের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক আবুল হাসান সাবিল জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের পুত্র। তিনি সিলেট মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে বসবাস করতেন। আটক শাহীন নগরীর কাজিটুলা এলাকার বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন
জানা গেছে, বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে সিলেট নগরের মানিকপীর কবরস্থানের অভ্যন্তরে টিলার রেলিংয়ের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে। আটক শাহিন নিহত সাবিলের সঙ্গে ডেলিভারির কাজ করত। শাহিনের মা তার কাছে বাড়িভাড়া চাইলে সে সাবিলের কাছে টাকা চায়। সাবিল টাকা না দেওয়ায় শাহিন তাকে ছুরিকাঘাত করে।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন কালবেলাকে বলেন, শাহীনের ছুরিকাঘাতে খুন হয়েছেন আবুল হাসান সাবিল। যুবকের লাশ মানিকপীর কবরস্থানের অভ্যন্তর থেকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।
তিনি বলেন, খুনের ঘটনার পর আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শাহীন গ্রেপ্তার করেছি।
মন্তব্য করুন