বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কমেছে বন্যার পানি, স্পষ্ট হচ্ছে ক্ষত

সিলেট নগরীর তালতলা বৈঠা খালে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করছেন পরিচ্ছন্ন কর্মীরা। ছবি : কালবেলা
সিলেট নগরীর তালতলা বৈঠা খালে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করছেন পরিচ্ছন্ন কর্মীরা। ছবি : কালবেলা

সিলেট নগরীসহ সবকটি উপজেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমায় জনমনে স্বস্তি ফিরেছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়-ক্ষতির চিত্র। বাসাবাড়ি থেকে পানি নামায় এখন পরিষ্কার অভিযানে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও ক্ষতিগ্রস্ত নগরবাসী।

ভারি বৃষ্টি ও উজানের ঢলে গত ২৭ মে প্লাবিত হয় সিলেট সদরসহ সাত উপজেলা। গত শুক্র ও শনিবার বৃষ্টি এবং উজানের ঢল থামায় বন্যা আক্রান্ত সিলেট নগরীসহ সিলেট সদর, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে রোববার থেকে ফের ভারি বর্ষণ শুরু হলে বেড়ে যায় নদীর পানি। এতে বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজার উপজেলায় দেখা দেয় বন্যা। ৫ জুন পর্যন্ত বেশিরভাগ উপজেলায় বন্যার পানি নামলেও ভাটির উপজেলাগুলোর কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়। বর্তমানে বিভাগের ১৩ উপজেলার মধ্যে ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ ছাড়া বাকি সব উপজেলাই বন্যাকবলিত।

বর্তমানে সবকটি উপজেলা ও সিলেট নগরীর অধিকাংশ স্থান থেকে বন্যার পানি নেমে গেছে। তবে, নগরীর কয়েকটি এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। বিপৎসীমার নিচে নেমে এসেছে সুরমা নদীর পানি। শহরের কোনো রাস্তাঘাটে পানি দেখা যায়নি।

এদিকে নগরীর সোবহানীঘাট, যতরপুর, তেররতনসহ বিভিন্ন এলাকায় পানি কমায় স্থানীয়রা বাড়ি ফিরেছেন। তবে দীর্ঘদিন পানি থাকায় নতুন করে ঘর সাজাতে হচ্ছে তাদের। তবে, পানি সরে যাওয়ার পর বন্যার তাণ্ডবের চিহ্ন একে একে বেরিয়ে আসছে। তলিয়ে যাওয়া ঘরবাড়ি, রাস্তাঘাটের ক্ষত বেরিয়ে পড়েছে।

জেলা প্রশাসনের দেওয়া সর্বশেষ তথ্য মতে, বর্তমানে জেলা ও মহানগর মিলিয়ে ৬৩টি ইউনিয়ন এবং ১৩ ওয়ার্ডের ৮৪২টি গ্রাম ও পাড়ার ৬ লাখ ৫৮ হাজার ৬৬২ মানুষ পানিবন্দি অবস্থায় ছিল। বন্যাকবলিত উপজেলাগুলোতে ৫৭১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। এসব কেন্দ্রে ৪ হাজার ৫০৫ জন অবস্থান করেন। আর আগামী কয়েক দিন ভারি বৃষ্টি না হলে সুরমা নদীর পানি আরও কমবে বলে জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সুরমা নদীর পানি বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ১০.৪৯ সেন্টিমিটার নেমে এসেছে এবং গত ২৪ ঘণ্টায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে যাচ্ছেন পানিবন্দি মানুষ।

জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের পশ্চিম দীঘিরপার দিনমজুর ফয়সাল আহমদের ঘর ভেঙে পড়েছে। তিনি বলেন, তিন দিন ঘরের ভেতরে পানি ছিল। পানির মধ্যেই পরিবার নিয়েছিলাম। এই কষ্ট সহ্য করেছি ঘরটা রক্ষা করার জন্য। কিন্তু পানি নামার পর ঘরের বেড়াও ভেঙে পড়েছে।

বন্যায় মানুষের ঘরবাড়ির ও রাস্তাঘাটের সঙ্গে মাছচাষিদের স্বপ্ন ভাসিয়ে নিয়ে গেছে, নিয়ে গেছে গো-খাদ্যও। এতে করে গো-খাদ্যেরও চরম সংকট দেখা দিয়েছে। ফলে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন মৌসুমি খামারিরা। আর পানি ও ঘরবাড়ির দিকে তাকালে ক্ষতচিহ্ন বলে দিচ্ছে কতটা ভয়াবহ ছিল পাহাড়ি ঢল নেমে আসা বন্যার দিনগুলো।

এদিকে বন্যাপরবর্তী জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন। বৃহস্পতিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর তালতলা বৈঠা খালে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করতে অভিযান চালানো হয়।

সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) একলিম আবদীনের নেতৃত্বে তালতলা বৈঠাখালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈঠাখালে স্বাভাবিক পানি প্রবাহে বাধা নির্মূল ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, বন্যায় জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। বন্যাকবলিত এলাকা পরিচ্ছন্ন করতে মঙ্গলবার সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। বন্যার পানি নামার পর যেসব স্থানে ময়লা-আবর্জনা জমে ছিল। সেগুলো পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটানো হবে। আশ্রয়কেন্দ্রগুলোতে থেকেও লোকজন নিজের বাসাবাড়িতে চলে যাচ্ছেন। তবে এখনো যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন, তাদের রান্না করা খাবারসহ ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সিসিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১০

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১১

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১২

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৩

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৪

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৫

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৬

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন তামিম

১৭

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৮

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৯

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

২০
X