জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ১৮৬টি পরিবারের হাতে জমির দলিলসহ ঘরের চাবি তুলে দেওয়ার হয়েছে। এর মধ্যদিয়ে বগুড়াকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করা হলো।
বগুড়া সদর উপজেলায় ১৩১টি, সারিয়াকান্দিতে ১০টি, শেরপুরে ৪৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে মঙ্গলবার (১১ জুন) দুপুরে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এদিন বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৫ম পর্যায়ের ২য় ধাপের ঘর হস্তান্তর উদ্বোধন ঘোষণার পর জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো নিরাপদ স্থায়ী আবাসস্থল পেল।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বগুড়া সদরে জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ১৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হলো। দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ করে খাস জমিসহ ঘর উপহার দিয়েছেন। বগুড়া জেলা এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু প্রমুখ।
এর আগে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ধাপে জেলায় ৫ হাজার ৫টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছিল। ৫ম পর্যায়ের ২য় ধাপে ১৮৬টি ঘর হস্তান্তরের মধ্যদিয়ে জেলায় মোট ৫ হাজার ১৯১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের ঠিকানা।
মন্তব্য করুন