ময়মনসিংহের ফুলপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া তিনজন হলো- রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. রফিকুল খানের ছেলে মেহেদী (৬) মেয়ে সামিয়া (৮)। অপর শিশুটি রফিকুল খানের ভাই মন্নাজ খানের মেয়ে নুসরাত আক্তার (৬)। তিন শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন।
ফুলপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, পুকুরের পাশে থাকা খেজুর গাছ থেকে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে মারা গেছে।
প্রতিবেশি সোহেল হোসেন বলেন, সন্তানদের হারিয়ে পরিবারটি পাগলের মতো হয়ে গেছে। এক পরিবারের তিন শিশুর মৃত্যুতে গ্রামবাসী ও স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।
স্থানীয়দের বরাতে রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বলেন, দুপুরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করতে নামলে একে একে ভেসে উঠে আরও দুই শিশুর লাশ।
মন্তব্য করুন