বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাখরকাঠী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জিপ গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে জায়ান নামে এক তিন বছরের শিশুসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুন) সকাল পৌনে ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাখরকাঠি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন যাত্রী।
নিহত জায়ান বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম বাগদিয়া গ্রামের মেজবা উদ্দিনের ছেলে এবং অটোরিকশাচালক সাইফুলের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বরিশালের দিক থেকে বাখরকাঠী এলাকায় সিএনজি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা জিপ গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। ওই সিএনজির যাত্রী সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের মেজবা উদ্দিনের ছেলে জায়ান (৩) ও সিএনজিচালক সাইফুল (৩০)। এ ছাড়া আহতরা হলেন, ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদ হাওলাদারের ছেলে মেজবা উদ্দিন অপু (৩৬) ও তার স্ত্রী সাম্মি আক্তার (২৬)। এ ছাড়াও জাহিদের ভাতিজা হাফেজ মিজান (৪২) ও কাওছার হাওলাদার (৩০)। তারা চাকরির সুবাদে ঢাকায় থাকেন। কোরবানির ঈদের ছুটিতে বাড়িতে আসছিলেন, এর মধ্যে সড়ক দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আসল ঘটনা কী ঘটেছে তা জানার জন্য। আর এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন