কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিহাটে বাড়ছে মসলার দাম

কালীগঞ্জের মসলা বাজার। ছবি : কালবেলা
কালীগঞ্জের মসলা বাজার। ছবি : কালবেলা

কোরবানি ঈদের আগেই লালমনিরহাট কালীগঞ্জে বেড়েছে মসলাজাত পণ্যের দাম। কোরবানি ঈদের আগে দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করে ক্রেতারা জানান, এটা ব্যবসায়ীদের কারসাজি। তারা অধিক মুনাফার আশায় মসলা জাত পণ্য মজুদ রেখে দাম বাড়িয়ে দিয়েছেন। আজ শিয়ালখোওয়া হাটে এ দৃশ্য দেখা গেছে।

কাঁচা বাজারের মসলা বিক্রেতা তামীম ইসলাম বলেন, প্রতিটি মসলায় অনেক দাম বেড়েছে। রাতারাতি কেজিপ্রতি ২০০ থেকে ২ হাজার টাকার পার্থক্য তৈরি হয়েছে। আমরা যেমন দামে কিনে আনি তেমনভাবেই বিক্রি করতে হয়। দাম বাড়ানো বা কমানোতে আমাদের তো হাত নেই।

আব্দুর রাজ্জাক নামে আরেক মসলা বিক্রেতা বলেন, ঈদ সামনে রেখে প্রতিবছরই মসলার দাম বৃদ্ধি পায়। এবারও এর ব্যতিক্রম কিছু হয়নি। তবে এবারে দাম অনেকটা বেশি বেড়েছে এটাই সমস্যা।

মসলা কিনতে আসা সুলাইমান হোসেন বলেন, আমরা প্রতিবছর বড় হাঁড়িতে গরুর মাংস একসঙ্গে বেশি করে রান্না করি। ফলে স্বাভাবিকভাবেই মাংসের মসলা বেশি প্রয়োজন হয়। মাংস ছাড়াও ঈদের নানা আয়োজনে মসলা তো লাগেই। কিন্তু বাজারে মসলার যে দাম তা রীতিমতো ভয়ানক।

জব্বার নামে আরেক ক্রেতা বলেন, সবকিছুরই দাম বাড়ছে। মসলার বাজারে তো আগুন আরও বেশি। কিছুই কেনার উপায় নেই।

আর খুচরা বিক্রেতা বলেন, আমরা ভারতীয় জিরা, আদা, চায়না রসুন বিক্রি করি। আমদানিকারকদের কাছ থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

আমদানিকারকরা বলছেন, ডলার সংকটের কারণে ভারত অভ্যন্তরে জিরাসহ অন্যান্য মসলাজাত পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে দাম কয়েক দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে দাবি করেন আমদানিকারকরা।

শনিবার (১৫জুন) সকালে শিয়ালখোওয়া বাজার ঘুরে দেখা গেছে, এক মাস আগে মানভেদে জিরা বিক্রি হয়েছে প্রতি কেজি ৫৭০ থেকে ৫৮০ টাকা দরে। এখন সেই জিরাই কেজিতে ১৩০ টাকা বেড়ে ৭০০-৭১০ টাকা কেজি দরে হচ্ছে। কালো এলাচ ২৬০০ থেকে ২৯০০ টাকা কেজি দরে বিক্রি হলেও তা এখন ১০০ বেড়ে বিক্রি হচ্ছে ২৭০০-৩০০০ টাকা কেজি দরে এবং সাদা এলাচ মাঝারি ৩৪০০ টাকা কেজি দরে বিক্রি হলেও তা এখন কেজিতে ১০০ টাকা বেড়ে ৩৫০০ টাকা কেজি দরে, সাদা এলাচ বড় ধরনের ৪১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও তা কেজিতে ১০০ বেড়ে ৪২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া দারুচিনি, লং, গোলমরিচ, ধনিয়া, কালো জিরা কেজিতে ৫০-১০০ টাকা বেড়েছে। এ দিকে আমদানিকৃত আদা এক সপ্তাহ আগে প্রতি কেজি ২৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল বিক্রি হয়েছে ২৮০ টাকায়। প্রতিকেজি দেশীয় রসুন ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল বিক্রি হয়েছে ২৪০ টাকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল

গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৩ জন

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

মেয়াদ আছে তো!

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

১০

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

১১

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

১২

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

১৩

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

১৪

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

১৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৬

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

১৭

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১৮

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১৯

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

২০
X