রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজারের একমাত্র কোরবানির পশুর হাটে দেখা মিলেছে কিছু সংখ্যক পাহাড়ি গরুর। বাজার শুরুর দিকে গরু ও ক্রেতা শূন্য থাকার চিত্র দেখা গেলেও বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে।
সম্প্রতি কাপ্তাই নতুন বাজার পশুর হাটে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে কিছুসংখ্যক পাহাড়ি গরু নিয়ে এসেছে বিক্রেতারা। তবে ক্রেতার সংখ্যা যেমন কম দেখা গেছে তেমনি গরুর দাম অনেক চড়া বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর হাটে গরুর সরবরাহ কম থাকায় গরুর দাম বেড়েছে।
স্থানীয় কয়েকজন গরু বিক্রেতা জানান, প্রতি বছর কাপ্তাইয়ে কোরবানি ঈদে পাহাড়ি গরুর চাহিদা বেশি থাকে। পার্বত্যঞ্চলে বিভিন্ন দুর্গম এলাকা হতে কাপ্তাই নতুনবাজার হাটে পাহাড়ি গরু আসে। এতে চট্টগ্রামসহ রাঙ্গুনিয়া, রাউজান বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসেন পাহাড়ি গরু কেনার জন্য। তবে এবার গরু সরবরাহ কম থাকার ফলে দাম অনেকটা বেড়েছে বলে তারা জানান।
অপরদিকে বাজারে ক্রেতার পরিমাণ ও অনেক কম দেখা গেছে। তবে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলে তারা জানান, পছন্দের শীর্ষে সবসময় পাহাড়ি গরুর কদর থাকাতে কাপ্তাই হাটে পাহাড়ি গরু কিনতে এসেছেন।
তারা আরও জানান, পাহাড়ি গরু সাধারণত প্রাকৃতিক সকল ধরনের লতাপাতা খেয়ে পরিপুষ্ট হয়। তাই এসব গরু স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর। এ ছাড়া এসব গরু হিংস্র হয় না। তাই সকলে পছন্দ করে এসব পাহাড়ি গরু। তবে এ বছর গরুর দাম আকাশছোঁয়া বলে তারা অভিযোগ করেন।
ক্রেতারা বলছেন, গত বছর যেসব গরুর দাম ৮০ হাজার থেকে এক লাখ ছিল, সেসব গরুর এবার দেড় লাখের উপরে দাম চাওয়া হচ্ছে। তাই অনেক ক্রেতা হতাশ হয়ে গরু না নিয়ে বাড়ি ফিরছেন।
এদিকে কাপ্তাই গরুর হাটে ইজারাদার মনির আহমেদ বলেন, প্রথম দিকে হাটে গরুর পরিমাণ কম থাকলেও এখন দিন দিন গরু আসছে। এতে করে কাপ্তাই কোরবানির পশুর হাট জমজমাট হচ্ছে। আমরা আশা করছি, কোরবানির একদিন আগে হয়তো গরুর সরবরাহ বাড়বে এবং গরুম দামও কিছুটা কমবে। সেই সঙ্গে কাপ্তাই পশুর হাট আরও জমজমাট হবে।
মন্তব্য করুন