বগুড়ার শিবগঞ্জে মাদক কারবারি সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিরব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জরিপ ফকিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শনিবার (১৫ জুন) শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক এ বহিষ্কার আদেশ দেন।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহাব উদ্দীন শিবলী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, জরিপ ফকিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগ থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে শনিবার রাতে মুঠোফোনে জরিপ ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি জীবনে কোনোদিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলাম না। মিথ্যা অভিযোগে আমাকে দলীয় শাস্তি দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহম্মেদ রিজুর মোটর সাইকেল প্রতীকের পক্ষে নির্বাচন করায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন