কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১১:২৯ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি ও লুটপাটে দেশ আজ রসাতলে : আজাদ

নেতাকর্মীর সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়। ছবি : কালবেলা
নেতাকর্মীর সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, ক্ষমতা জবরদখলকারী আওয়ামীলীগ সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশ আজ রসাতলে চলে গেছে। যার প্রমাণ আজিজ-বেনজীরদের হাজার কোটি টাকার দুর্নীতি।

সোমবার (১৭ জুন) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনীতির দুরবস্থা বিরাজ করছে। জাতির জন্য এর চেয়ে ঘন অমানিষা আর কখনও আসে নাই। আমাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষা সব দিক থেকে বিপন্ন করে দেওয়া হয়েছে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এখান থেকে বাঁচতে হলে আ.লীগ সরকারের পতন ঘটানোর বিকল্প নেই। এ জন্য বিএনপির নেতৃত্বাধীন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি আরও বলেন, বিএনপির জন্ম হয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করেছেন। কিন্তু বর্তমান আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারণেই দুর্বল হয়ে যাচ্ছে। আসলে আ.লীগের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয়। আজকে জনগণের দুর্দশা চরমে পৌঁছেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই।

সরকার বিরোধী বিগত আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন তিনি। পরে আড়াইহাজারের পাঁচরুখীতে নিজের বাবা ও নিকটাত্মীয় এবং বিগত একদফার আন্দোলনে নিহত ইউনিয়ন যুবদলের নেতা মাহবুবের কবর জিয়ারত করেন নজরুল ইসলাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসফ আলী ভূঁইয়া, সেক্রেটারি জুয়েল আহমেদ, সাবেক সেক্রেটারি হাবিবুর রহমান হাবু, থানা যুবদলের সদস্য সচিব-খোরশেদ আলম, নারায়ণগঞ্জের মহানগর বিএনপির সদস্য সচিব-আবু আল ইউসুফ খান টিপু, আড়াইহাজার থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান মতিন, কালাম, রফিক, সান্টো, রমজান, রেজালুদ্দিন, সোহাগ, রনি প্রমুখ।

নজরুল ইসলাম আজাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একদফার আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রায় ৯৫ ভাগ মানুষ আ.লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা হয়তো সাময়িকভাবে থেমে গেছি। কিন্তু এই সরকারের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তিনি বলেন, আমাদের আর চুপ করে থাকলে চলবে না। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের মধ্যে অনেক সহযোদ্ধা নিহত হয়েছে, প্রাণ দিয়েছেন। ২২ জন প্রাণ দিয়েছে শুধুমাত্র এক বছরে রাজপথে। আমাদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা দিয়েছে। গত বছরে ২৮ অক্টোবরের মহাসমাবেশের পরে ২৭-২৮ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিলো। আমাদের আশা ভরসার স্থল দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হযেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি আজকে গোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে জাগিয়ে তুলছেন সেই নেতাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীতে নতুনভাবে আন্দোলনের কর্মসূচি আসবে। আপনারা সকলে অতীতের মতো আবারও ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সরকারের পতন নিশ্চিত করবেন এই প্রত্যাশা করছি। তা না হলে দেশ ও জনগণের অধিকার চিরতরে হারিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে মানববন্ধনের ঘোষণা দিয়ে স্থগিত করল এনসিপি

রুমিন ফারহানা ইস্যুতে এনসিপির সংবাদ সম্মেলন

হঠাৎ ইরাকের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন বাহিনী

‘এই অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি’

জর্জিনার আংটিতে লুকিয়ে রোনালদোর প্রেমবার্তা!

বিশ্ব বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

এনবিআইইউ প্রক্টর বরখাস্ত

ভোক্তা অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবারও ১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১০

ফজলুর রহমানের প‌ক্ষে মি‌ছিল, ‌স্লোগা‌নে উত্তাল অষ্টগ্রাম

১১

ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত

১২

পোষ্য টাইসনকে মৃত অবস্থায় পেলেন নিলয় আলমগীর

১৩

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

১৪

রোহিঙ্গা ক্যাম্পে প্রসূতি ও নবজাতক সেবা চালু করল আইওএম

১৫

আ.লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়া গ্রেপ্তার 

১৬

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

১৭

ক্রিকেটের যে নিয়ম পরিবর্তন করতে চান শচীন

১৮

ডাকসু নির্বাচন / শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের প্রচারণা শুরু

১৯

পদ স্থগিতের পর ফজলুর রহমানের প্রতিক্রিয়া

২০
X