গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের নেমে আসা পানিতে গাইবান্ধায় সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
এদিকে জেলার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমার নিচে রয়েছে।
গত ২১ ঘণ্টায় এ নদীর পানি ৪৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শুক্রবার (২১ জুন) বিকেল ৩টা পর্যন্ত বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় বলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কন্টোল রুম সূত্রে জানা গেছে। অপরদিকে পানি বৃদ্ধির কারণে গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর, গিদারি, ঘাগোয়া, কামারজানি, ও ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফুলছড়ি ও ফজলুপুর এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সদরের মোল্লার চর ও ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের নতুন নতুন এলাকায় পানি উঠে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। তবে সার্বিক পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীবেষ্টিত যে যেসব ইউনিয়ন রয়েছে। নদীর পাড়সহ পার্শ্ববর্তী যেসব ওয়ার্ড রয়েছে সেখানে গ্রুপভিত্তিক স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখার জন্য সেই সব ইউপি চেয়ারম্যানসহ প্রত্যক্ষ সদস্যদের বলে দেওয়া হয়েছে। এ ছাড়া ওসব এলাকায় শুকনা খাবার বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্তব্য করুন