মো. রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) কক্সবাজার
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতায় চরম দুর্ভোগে কক্সবাজারের ২ গ্রামের মানুষ

সামান্য বৃষ্টিতে কক্সবাজারের ঈদগাঁওতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা
সামান্য বৃষ্টিতে কক্সবাজারের ঈদগাঁওতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা

সামান্য বৃষ্টিতে কক্সবাজারের ঈদগাঁওতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইউনিয়নের উত্তর মাইজপাড়া-খোনকারপাড়া অংশ এখন পানিতে সয়লাব। মধ্যম মাইজপাড়া ও দক্ষিণ মাইজ পাড়ার বিভিন্ন পয়েন্টে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এলাকার এ কাহিল দুর্ভোগের বিষয়টি স্থানীয় মেম্বারদেরকে জানানো হয়েছে।

সরেজমিন পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঈদগাঁওর ঐতিহ্যবাহী ভরাট খালটিতে এখন দখল ও দূষণের রাম রাজত্ব চলছে। ভরাট খালের বিভিন্ন পয়েন্টে নির্মিত হয়েছে পাকা বসতবাড়ি, দোকানপাট ও অন্যান্য স্থাপনা।

জাগির পাড়া, উত্তর, মধ্যম ও দক্ষিণ মাইজ পাড়াব্যাপী অবস্থান ভরাট খালটির। ১৮ থেকে ২০ বছর আগেও এ খালে কোনো স্থাপনা ছিল না। ঈদগাঁও খাল ও বাজার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি এ ভরাট খাল দিয়ে প্রবাহিত হয়ে চৌফলদণ্ডী খালের চ্যানেলে গিয়ে পড়ত। কিন্তু কালের বিবর্তনে ভরাট খালটি এখন অস্তিত্বহীন হয়ে উঠেছে। কিছু দূর পরপর গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। কোথাও মাটি ফেলে ঘর নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার কোথাও বাঁধ তৈরি করে মৎস্য প্রজেক্ট তৈরি করা হয়েছে।

সরকারিভাবে উক্ত ভরাট খালে ড্রেন তৈরি করা হলেও প্রয়োজনের তুলনায় তার আকার অতি সরু। আবার বিভিন্ন স্থানে এ সরু ড্রেনেও ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ভরাট খালে কানেক্টিং সড়কগুলোতে যে ব্রিজ রয়েছে সেগুলোও প্রয়োজনের তুলনায় খুবই ছোট। ফলে সামান্য বৃষ্টি হলেই উত্তর মাইজপাড়া ও খোনকারপাড়া অংশ পানিতে সয়লাব হয়ে ওঠে। এতে উক্ত এলাকাসমূহের জনগণকে দারুণ দুর্ভোগে পড়তে হয়। গত কয়েকদিন পূর্বে যে বৃষ্টি হয়েছে, তাতে প্রায় শতাধিক ঘরবাড়ি এখনো পানিবন্দি রয়েছে। অনেকের বসতবাড়ির চলাচলের পথও পানিতে ডুবে আছে।

এলাকাবাসীরা জানালেন, ভরাট খালসংলগ্ন ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা না হলে ও স্থানীয় লোকজন সচেতন না হলে এই অবস্থা জিইয়ে থাকবে। আর তাতে বিপাকে পড়তে হবে এলাকার মানুষজনকে। পানি থমকে দাঁড়ানোর কারণে অনেকের ক্ষেত পানির নিচে নিমজ্জিত হয়েছে। এতে তাদের শাকসবজি খাওয়া বন্ধ হয়ে গেছে। গৃহপালিত পশু পাখির বিচরণ ও বন্ধ রয়েছে। এদিকে এলাকাবাসীর অবর্ণনীয় এ দুর্ভোগের বিষয়টি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন এবং দুই নম্বর ওয়ার্ডের মেম্বার বজলুর রহমানকে অবহিত করা হয়েছে।

ইউপি সদস্য বজল জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে বলেন, মধ্যম মাইজপাড়ায় ভরাট খালের কয়েকটি পয়েন্টে পাকা স্থাপনা তৈরি ও ড্রেনেজ সিস্টেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পানি কোথাও যেতে পারছে না। আমরা দুই ইউপি সদস্য মিলে বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করে একটা বিহিত ব্যবস্থার দিকে যাব।

উত্তর মাইজপাড়ার রমজান উল্লাহ, মধ্যম মাইজপাড়ার সাইফুল ইসলামসহ অনেকে এ দুর্ভোগের জন্য ড্রেনেজ সিস্টেমে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভরাট খাল দখল ও দূষণ, এলাকার ব্রিজসমূহ সরু করে তৈরি করা, ভরাট খালে ময়লা, আবর্জনা, নাড়িভুঁড়ি, গরুর পায়খানা- প্রস্রাব নিক্ষেপকে দায়ী করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার’

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন এখনো নেভেনি, গ্রেপ্তার ৩

ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে যে ব্যবস্থা নেবে বিসিবি

‘৯’, ‘২৪’, ‘১০০০’: তারকাদের ছবির ওপর এই সংখ্যার রহস্য কী?

সেনাবাহিনীর অভিযানে নকল সার ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য জব্দ 

কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন শারীরিক অবস্থার সর্বশেষ

তরুণ রক্তে কি মিলবে বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

বিপিএল: তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে সিলেটের বড় চমক

‘মালের গাড়ি এসেছে’ বলে ডেকে নিয়ে ধর্ষণ, মিলল চাঞ্চল্যকর তথ্য

১০

সালমান খানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা

১১

রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়ের দিন বিধ্বস্ত লিভারপুল

১২

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৩

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?

১৪

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল টেকনাফ

১৫

কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

১৬

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

কৃষকের ছদ্মবেশে দুই ডাকাতকে ধরল পুলিশ

১৮

সিএলএম বিভাগে চাকরি দিচ্ছে বিকাশ

১৯

ঢাকায় তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি

২০
X