শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

গোমতীর পাড়ে সৌন্দর্য বিলাচ্ছে তিতবেগুন ফুল

গোমতী নদীর পাড়ে তিতবেগুন ফুল। ছবি : কালবেলা
গোমতী নদীর পাড়ে তিতবেগুন ফুল। ছবি : কালবেলা

কুমিল্লায় গোমতী পাড়ে সৌন্দর্য বিলাচ্ছে তিতবেগুন ফুল। এ ফুলের নয়নাভিরাম দৃশ্য প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। তিতবেগুন ফুলের মনজুড়ানো সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন পথচারী, ফুলপ্রেমীসহ স্থানীয় বাসিন্দারা।

গোমতী নদীর পাড়ে গিয়ে দেখা গেছে, থোকায় থোকায় ফুটে আছে তিতবেগুন ফুল। সাদা পাপড়ির মাঝখানে হলুদ দণ্ডে সুশোভিত তিতবেগুন ফুল যেন আসা-যাওয়ার পথে পথিকদের অভ্যর্থনা জানাচ্ছে। বাতাসে দোদুল্যমান এসব ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন নানা বয়সী মানুষ। শিশুদেরকেও এ ফুল নিয়ে খেলা করতে দেখা গেছে। ফুলপ্রেমীদের মনের খোরাক হয়ে উঠেছে মনমাতানো সৌন্দর্যের এ তিতবেগুন ফুল।

জানা গেছে, প্রাচীনকাল থেকেই মানুষের নানা অসুখ-বিসুখে ভেষজ গাছ, উদ্ভিদ ও লতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এগুলোর মধ্যে অন্যতম ভেষজগুণসমৃদ্ধ উদ্ভিদ তিতবেগুন। তিতবেগুন বা কাকমাচি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। ভেষজ এ উদ্ভিদটি মানবদেহের নানারোগ নিরাময়ে আদিকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর ফুলও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

আয়ুর্বেদ শাস্ত্রমতে, তিতবেগুন বা কাকমাচি মানবদেহের নানা রোগের উপশম দিতে সক্ষম। তিতবেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ। এ বেগুন কাঁচা বা রান্না করে খাওয়া যায়। শুধু এর ফল নয়, এ গাছের সবুজ পাতা, ফল, বীজ ও শিকড় এবং ছাল সবকিছুতে রয়েছে ঔষধি গুণাগুণ।

এটির পাতা ও গাছ কাঁটাযুক্ত। এর পাতা হালকা সবুজ সবুজ রংয়ের হয়ে থাকে। এটি সাধারণত ১ থেকে ২ মিটার পর্যন্ত উঁচু হয়। এর ফুল হালকা বেগুনি, হালকা হলুদ ও সাদা বর্ণের হয়। এ উদ্ভিদটির ফল প্রথমে সবুজ ও পরে কমলা বর্ণের, লাল ও কালো বর্ণেরও হয়ে থাকে।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, গোমতী নদীর পাড়ে ফুটে থাকা তিতবেগুন ফুল দেখতে বেশ সুন্দর। চলতিপথে অনেকেই এ ফুলের সৌন্দর্যে থমকে দাঁড়ায়। মুরব্বিদের কাছ থেকে শুনেছি এ ফুল ও এর ফল, পাতা ও শিকড় মানুষের অসুখ-বিসুখে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, তিতবেগুন একটি ভেষজ উদ্ভিদ। এ উদ্ভিদটির কয়েকটি প্রজাতি রয়েছে। এটি ছোট ছোট কাঁটাযুক্ত এক প্রকার উদ্ভিদ। এ বেগুনের ফুল দেখতে বেশ সুন্দর হয়। ফুলের সৌন্দর্যে যে কারো নজর কাড়বে।

তিনি বলেন, এ বেগুনের মধ্যে বিদ্যমান উপকারী উপাদান মানবদেহের নানা রোগ নিরাময়ে কাজ করে। আদিকাল থেকেই ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এ বেগুন ও গাছটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১০

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১১

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১২

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৩

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৪

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৫

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৬

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৭

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৮

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৯

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

২০
X