আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

গোমতীর পাড়ে সৌন্দর্য বিলাচ্ছে তিতবেগুন ফুল

গোমতী নদীর পাড়ে তিতবেগুন ফুল। ছবি : কালবেলা
গোমতী নদীর পাড়ে তিতবেগুন ফুল। ছবি : কালবেলা

কুমিল্লায় গোমতী পাড়ে সৌন্দর্য বিলাচ্ছে তিতবেগুন ফুল। এ ফুলের নয়নাভিরাম দৃশ্য প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। তিতবেগুন ফুলের মনজুড়ানো সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন পথচারী, ফুলপ্রেমীসহ স্থানীয় বাসিন্দারা।

গোমতী নদীর পাড়ে গিয়ে দেখা গেছে, থোকায় থোকায় ফুটে আছে তিতবেগুন ফুল। সাদা পাপড়ির মাঝখানে হলুদ দণ্ডে সুশোভিত তিতবেগুন ফুল যেন আসা-যাওয়ার পথে পথিকদের অভ্যর্থনা জানাচ্ছে। বাতাসে দোদুল্যমান এসব ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন নানা বয়সী মানুষ। শিশুদেরকেও এ ফুল নিয়ে খেলা করতে দেখা গেছে। ফুলপ্রেমীদের মনের খোরাক হয়ে উঠেছে মনমাতানো সৌন্দর্যের এ তিতবেগুন ফুল।

জানা গেছে, প্রাচীনকাল থেকেই মানুষের নানা অসুখ-বিসুখে ভেষজ গাছ, উদ্ভিদ ও লতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এগুলোর মধ্যে অন্যতম ভেষজগুণসমৃদ্ধ উদ্ভিদ তিতবেগুন। তিতবেগুন বা কাকমাচি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। ভেষজ এ উদ্ভিদটি মানবদেহের নানারোগ নিরাময়ে আদিকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর ফুলও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

আয়ুর্বেদ শাস্ত্রমতে, তিতবেগুন বা কাকমাচি মানবদেহের নানা রোগের উপশম দিতে সক্ষম। তিতবেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ। এ বেগুন কাঁচা বা রান্না করে খাওয়া যায়। শুধু এর ফল নয়, এ গাছের সবুজ পাতা, ফল, বীজ ও শিকড় এবং ছাল সবকিছুতে রয়েছে ঔষধি গুণাগুণ।

এটির পাতা ও গাছ কাঁটাযুক্ত। এর পাতা হালকা সবুজ সবুজ রংয়ের হয়ে থাকে। এটি সাধারণত ১ থেকে ২ মিটার পর্যন্ত উঁচু হয়। এর ফুল হালকা বেগুনি, হালকা হলুদ ও সাদা বর্ণের হয়। এ উদ্ভিদটির ফল প্রথমে সবুজ ও পরে কমলা বর্ণের, লাল ও কালো বর্ণেরও হয়ে থাকে।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, গোমতী নদীর পাড়ে ফুটে থাকা তিতবেগুন ফুল দেখতে বেশ সুন্দর। চলতিপথে অনেকেই এ ফুলের সৌন্দর্যে থমকে দাঁড়ায়। মুরব্বিদের কাছ থেকে শুনেছি এ ফুল ও এর ফল, পাতা ও শিকড় মানুষের অসুখ-বিসুখে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, তিতবেগুন একটি ভেষজ উদ্ভিদ। এ উদ্ভিদটির কয়েকটি প্রজাতি রয়েছে। এটি ছোট ছোট কাঁটাযুক্ত এক প্রকার উদ্ভিদ। এ বেগুনের ফুল দেখতে বেশ সুন্দর হয়। ফুলের সৌন্দর্যে যে কারো নজর কাড়বে।

তিনি বলেন, এ বেগুনের মধ্যে বিদ্যমান উপকারী উপাদান মানবদেহের নানা রোগ নিরাময়ে কাজ করে। আদিকাল থেকেই ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এ বেগুন ও গাছটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় হামাসের বন্দুকধারীদের টহল

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১০

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

১১

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১২

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১৩

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১৪

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৫

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৬

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৭

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৮

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৯

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

২০
X