নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ন্যায়বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : কালবেলা
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : কালবেলা

ন্যায়বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার জানিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, মানুষের সেই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরও গতিশীল। আদালতে বিচারিক কার্যক্রম সম্প্রসারণ ও সেবাপ্রত্যাশীদের জন্য কোর্ট চত্বরে সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টায় নওগাঁর জেলা ও দায়রা জজ আদালত চত্বর এলাকায় বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল হাসান বলেন, বিপদ না হলে মানুষ আদালতের আশ্রয় নেয় না। বিপদে পড়েই আসেন। বিপদগ্রস্ত এসব মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ৬৪ জেলায় ৬৪টি বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে।

প্রধান বিচারপতি বলেন, বিপদগ্রস্ত মানুষ যারা আদালতে সেবা নিতে আসবেন তারা এই ‘ন্যায়কুঞ্জে’ সাময়িকভাবে বসে বিশ্রাম নিতে পারবেন। ‘ন্যায়কুঞ্জের’ ভেতরে মায়েরা চাইলে শিশুদের দুগ্ধপান করাতে পারবেন। এছাড়া সাক্ষীরা এখানে বিশ্রাম নিয়ে নিরাপদে সাক্ষ্য প্রদান করে যেতে পারবেন। সাময়িক বিশ্রামের ফলে ধীরে ধীরে বিচারের বা আইনের জটিলতা কমে আসবে। ফলে আমরা বিচার ব্যবস্থাকে আরও প্রগতির পথে নিয়ে যেতে পারব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, নওগাঁর জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিরোজ প্রমুখ।

পরে প্রধান বিচারপতি আদালত চত্বর এলাকায় একটি গাছের চারা রোপণ করেন। দেশের প্রতিটি আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ স্থাপন প্রকল্পের আওতায় নওগাঁয় ৪৭ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে ‘ন্যায় কুঞ্জ’ নির্মাণ করে গণপূর্ত বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাস চিবিয়ে মাঠ ‘অনুভব’ করতেন রোনালদো!

মালয়েশিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৭ লাখ বছর পর জেগে উঠছে ইরানের তাফতান আগ্নেয়গিরি!

শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি কবে, জানাল এনটিআরসিএ

গণভোট নিয়ে গড়িমসি করছে সরকার : জামায়াত

চেতনা চাপিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে আর হবে না : শিবির সভাপতি

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, কোস্টগার্ডের গুলি

গুগলে কম সময়ে প্রয়োজনীয় তথ্য জানার ৫ কার্যকর কৌশল

রোনালদোর ‘হাজার গোল’ ছোঁয়ার ভবিষ্যদ্বাণী এআই-এর!

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

১০

অনুমতি ছাড়াই নারীর ছবি অনলাইনে পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

১১

যোগদান করছেন চট্টগ্রামের নতুন ডিসি সাইফুল ইসলাম

১২

একসঙ্গে বেড়ে ওঠা, বিদেশে কাজ ও মৃত্যুর পরও পাশাপাশি দাফন

১৩

বানার নদীর স্রোতে ভেসে গিয়ে দুই নারীর মৃত্যু

১৪

আ.লীগ নেতা হাসানাত আব্দুল্লাহর নামে মামলা

১৫

স্মার্টফোনে থাকা সব ছবি গোপনে দেখবে ফেসবুক, কীভাবে

১৬

নর্থ সাউথের সেই শিক্ষার্থীর দোষ স্বীকার

১৭

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে নয়াপল্টনে পদবঞ্চিতদের বিক্ষোভ

১৮

জাপানের এনইএফ বৃত্তি পেল বাংলাদেশের ২০ শিক্ষার্থী

১৯

সাংবাদিককে মারধরের ঘটনা নিয়ে বিএনপির বিবৃতি

২০
X