নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ন্যায়বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : কালবেলা
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : কালবেলা

ন্যায়বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার জানিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, মানুষের সেই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরও গতিশীল। আদালতে বিচারিক কার্যক্রম সম্প্রসারণ ও সেবাপ্রত্যাশীদের জন্য কোর্ট চত্বরে সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টায় নওগাঁর জেলা ও দায়রা জজ আদালত চত্বর এলাকায় বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল হাসান বলেন, বিপদ না হলে মানুষ আদালতের আশ্রয় নেয় না। বিপদে পড়েই আসেন। বিপদগ্রস্ত এসব মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ৬৪ জেলায় ৬৪টি বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে।

প্রধান বিচারপতি বলেন, বিপদগ্রস্ত মানুষ যারা আদালতে সেবা নিতে আসবেন তারা এই ‘ন্যায়কুঞ্জে’ সাময়িকভাবে বসে বিশ্রাম নিতে পারবেন। ‘ন্যায়কুঞ্জের’ ভেতরে মায়েরা চাইলে শিশুদের দুগ্ধপান করাতে পারবেন। এছাড়া সাক্ষীরা এখানে বিশ্রাম নিয়ে নিরাপদে সাক্ষ্য প্রদান করে যেতে পারবেন। সাময়িক বিশ্রামের ফলে ধীরে ধীরে বিচারের বা আইনের জটিলতা কমে আসবে। ফলে আমরা বিচার ব্যবস্থাকে আরও প্রগতির পথে নিয়ে যেতে পারব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, নওগাঁর জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিরোজ প্রমুখ।

পরে প্রধান বিচারপতি আদালত চত্বর এলাকায় একটি গাছের চারা রোপণ করেন। দেশের প্রতিটি আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ স্থাপন প্রকল্পের আওতায় নওগাঁয় ৪৭ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে ‘ন্যায় কুঞ্জ’ নির্মাণ করে গণপূর্ত বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু

চলতি বছর তিনটি যৌথ মহড়া করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

চট্টগ্রামে এনসিপির সমাবেশ ঘিরে সিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা

সিটি করপোরেশনকে মৃত ঘোষণা করে ‘গায়েবানা জানাজা’

রাজধানীতে মা-মেয়ে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

জবিতে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

কেয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর

‘জিপিএ ৫ এর পেছনে দৌড়াতে-দৌড়াতে শিক্ষাব্যবস্থার ১২টা বেজে গেছে’

সারজিসের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াজ

১০

মেয়ের মোবাইল চুরি, রাস্তায় দেয়াল তুলে বসালেন তারকাঁটা

১১

এসিআই পিএলসিতে নিয়োগ, পাবেন লাভের ভাগসহ নানা সুবিধা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১৩

শহীদদের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি : নাহিদ

১৪

গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না : মির্জা ফখরুল

১৬

কোথায় এবং কীভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ

১৭

রাশিয়ার প্রশান্ত মহাসাগর উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

১৮

দুই ভাইয়ের এক বউ, অদ্ভুত এ ঘটনার কারণ কী

১৯

আগামী ৫ দিন কোন কোন এলাকায় ভারি বর্ষণ হতে পারে? জেনে নিন

২০
X