শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৬:০২ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে লরির ধাক্কা, শিক্ষার্থীসহ আহত ১৫

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসকে লরির ধাক্কা। ছবি : কালবেলা
চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসকে লরির ধাক্কা। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের পেছনে লরির ধাক্কায় কলেজ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৬ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের খৈয়াছড়া ঝরণা রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এবং জোরাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন শংকর শর্মা, সাইদুল ইসলাম, কিশোর বণিক, কলি, নিপা, কামাল উদ্দিন, তারিফ। এ ঘটনায় আহত অন্যান্যদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী উত্তরা পরিবহনের একটি বাসের পেছনে বিএসআরমের স্ক্র্যাপ পরিবহনের লরিটি সজোরে ধাক্কা দেয়। মুর্হুর্তে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে বাসের উপর পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন নিজামপুর কলেজের শিক্ষার্থী ছিল।

সড়ক দুর্ঘটনায় আহত নিজামপুর কলেজের শিক্ষার্থী তারিফ বলেন, আমরা কিছু বোঝার আগে লরিটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। এতে আমিসহ আমাদের কলেজের কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ বাস যাত্রীরা আহত হয়েছেন।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমান হোসেন পাটোয়ারি কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠিয়েছি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার কালবেলাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের ব্যবস্থা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১০

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১১

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১২

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১৩

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১৪

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১৫

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৬

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৭

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৮

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৯

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

২০
X