কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নামের মিল থাকায় আসামির বদলে ঢাকা ট্রিবিউন সাংবাদিক গ্রেপ্তার

ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মেহেদী হাসান সাগর । ছবি : কালবেলা
ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মেহেদী হাসান সাগর । ছবি : কালবেলা

শুধুমাত্র নামের মিল থাকায় কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী সাংবাদিককে রাস্তা থেকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাস্পাস এলাকায় ভাঙচুরের অভিযোগে একটি মামলায় ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মেহেদী হাসান সাগরকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মেহেদী সেসময় সাফজয়ী নারী ফুটবল দলের ছাদখোলা বাসযাত্রার ছবি তোলার জন্য অফিসিয়াল অ্যাসাইনমেন্টে ছিলেন।

মামলার এজাহারে দেখা যায় ১৩৪ নম্বর আসামি হিসেবে ঢাবির পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের মেহেদী হাসান সাগরের নাম রয়েছে। সেখানে শেখ মুজিব হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে তার পরিচয় দেয়া রয়েছে।

সাংবাদিক মেহেদী হাসান ছাত্র জীবনের শুরুর দিকে হলে ওঠার প্রয়োজনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হলেও সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত ছিলেন না।

এজাহারে উল্লেখিত আসামি তারই সহপাঠী।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের এডমিনিস্ট্রেটিভ অফিসার বিশ্বজিত বড়ুয়া ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘মেহেদী হাসান সাগর নামের দুইজনই আমাদের বিভাগের শিক্ষার্থী। তাদের দুইজনকেই চিনি। এদের মধ্যে একজন সাংবাদিক অপরজন রাজনীতির সঙ্গে জড়িত।’

জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় ঢাকা ট্রিবিউন ছাড়াও এপিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থার হয়েও তিনি কাজ করেন বলে তার সহকর্মীরা জানান ।

নিউইয়র্কভিত্তিক বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের ঢাকা অফিসের একজন দায়িত্বশীল জানান, মেহেদি তাদের সঙ্গে খণ্ডকালীন (স্ট্রিংগার) হিসেবে কাজ করেন। জুলাই-আগস্টে এপি টেলিভিশনের জন্য তার কাছ থেকে ভিডিও ফুটেজ নিয়েছিলেন তারা।

মেহেদি হাসানের গ্রেপ্তারের বিষয়ে ছাত্র আন্দোলনের ছবি তুলে আলোচিত হওয়া ফটোসাংবাদিক জীবন আহমেদ তার ফেইসবুকে লিখেছেন, ‘যে ছেলেটি জুলাইয়ে ক্যামেরা হাতে ছোটাছুটি করত, আজ সেই ছেলেটা হত্যা মামলার আসামি!’

মেহেদির হলের একজন বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলছেন, ওই মামলাটির ১৩৪ নম্বর আসামি হচ্ছেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান সাগর। আর ফটোসাংবাদিক সাগর হল ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। আন্দোলনের পুরোটা সময় ঝুঁকি নিয়ে ছবি তুলেছেন সাগর। আর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগরকে ক্যাম্পাসে রাম দা হাতে দেখা গেছে, যার ছবি ও ফুটেজও রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক সাগরকে ধরিয়ে দিতে পোস্টারও করা হয়।

ভোরের কাগজের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজাউল আলম রেজা জানান, ‘মেহেদী আমাদের বন্ধু, ও পুরো আন্দোলন সামনে থেকে কাভার করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা প্রথম মামলার ১৩৪ নং আসামি হিসেবে ওকে ধরা হয়েছে। দুইজনের নামই মেহেদী হাসান সাগর, ডিপার্টমেন্ট ও সেশন একই। কিন্তু এজহারে যার নাম আছে তার পদবি ছিল সাংগঠনিক সম্পাদক। আর যাকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য ও গবেষণা সম্পাদক ছিল, অনেক আগে রাজনীতি ছেড়ে ফটো সাংবাদিকতা করছে।’

এ বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মেহেদির নামে শাহবাগ থানায় মামলা আছে। এখন ওরা (ঢাকা ট্রিবিউন) যেটা ক্লেইম করেছে সেটা যাচাই-বাছাই চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিন কতটা হাঁটা স্বাস্থ্যসম্মত, ৭০০০ নাকি ১০০০০ পা?

জুলাই সনদের কয়েকটি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে : সালাহউদ্দিন

রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

অল্পের জন্য রক্ষা পেল তিতুমীর এক্সপ্রেস ট্রেনের হাজারো যাত্রী

এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের

মেহেরপুর সীমান্তে ৩৯ নারী-পুরুষকে হস্তান্তর বিএসএফের

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১০

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

১১

১৮০ টাকার জন্য পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক

১২

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

১৩

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

১৪

আলো-অন্ধকারের দার্শনিক জহির রায়হানের জন্মবার্ষিকীতে গভীর অভিবাদন

১৫

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

১৬

‘ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি’

১৭

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

১৮

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৯

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

২০
X