কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নামের মিল থাকায় আসামির বদলে ঢাকা ট্রিবিউন সাংবাদিক গ্রেপ্তার

ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মেহেদী হাসান সাগর । ছবি : কালবেলা
ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মেহেদী হাসান সাগর । ছবি : কালবেলা

শুধুমাত্র নামের মিল থাকায় কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী সাংবাদিককে রাস্তা থেকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাস্পাস এলাকায় ভাঙচুরের অভিযোগে একটি মামলায় ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মেহেদী হাসান সাগরকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মেহেদী সেসময় সাফজয়ী নারী ফুটবল দলের ছাদখোলা বাসযাত্রার ছবি তোলার জন্য অফিসিয়াল অ্যাসাইনমেন্টে ছিলেন।

মামলার এজাহারে দেখা যায় ১৩৪ নম্বর আসামি হিসেবে ঢাবির পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের মেহেদী হাসান সাগরের নাম রয়েছে। সেখানে শেখ মুজিব হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে তার পরিচয় দেয়া রয়েছে।

সাংবাদিক মেহেদী হাসান ছাত্র জীবনের শুরুর দিকে হলে ওঠার প্রয়োজনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হলেও সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত ছিলেন না।

এজাহারে উল্লেখিত আসামি তারই সহপাঠী।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের এডমিনিস্ট্রেটিভ অফিসার বিশ্বজিত বড়ুয়া ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘মেহেদী হাসান সাগর নামের দুইজনই আমাদের বিভাগের শিক্ষার্থী। তাদের দুইজনকেই চিনি। এদের মধ্যে একজন সাংবাদিক অপরজন রাজনীতির সঙ্গে জড়িত।’

জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় ঢাকা ট্রিবিউন ছাড়াও এপিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থার হয়েও তিনি কাজ করেন বলে তার সহকর্মীরা জানান ।

নিউইয়র্কভিত্তিক বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের ঢাকা অফিসের একজন দায়িত্বশীল জানান, মেহেদি তাদের সঙ্গে খণ্ডকালীন (স্ট্রিংগার) হিসেবে কাজ করেন। জুলাই-আগস্টে এপি টেলিভিশনের জন্য তার কাছ থেকে ভিডিও ফুটেজ নিয়েছিলেন তারা।

মেহেদি হাসানের গ্রেপ্তারের বিষয়ে ছাত্র আন্দোলনের ছবি তুলে আলোচিত হওয়া ফটোসাংবাদিক জীবন আহমেদ তার ফেইসবুকে লিখেছেন, ‘যে ছেলেটি জুলাইয়ে ক্যামেরা হাতে ছোটাছুটি করত, আজ সেই ছেলেটা হত্যা মামলার আসামি!’

মেহেদির হলের একজন বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলছেন, ওই মামলাটির ১৩৪ নম্বর আসামি হচ্ছেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান সাগর। আর ফটোসাংবাদিক সাগর হল ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। আন্দোলনের পুরোটা সময় ঝুঁকি নিয়ে ছবি তুলেছেন সাগর। আর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগরকে ক্যাম্পাসে রাম দা হাতে দেখা গেছে, যার ছবি ও ফুটেজও রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক সাগরকে ধরিয়ে দিতে পোস্টারও করা হয়।

ভোরের কাগজের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজাউল আলম রেজা জানান, ‘মেহেদী আমাদের বন্ধু, ও পুরো আন্দোলন সামনে থেকে কাভার করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা প্রথম মামলার ১৩৪ নং আসামি হিসেবে ওকে ধরা হয়েছে। দুইজনের নামই মেহেদী হাসান সাগর, ডিপার্টমেন্ট ও সেশন একই। কিন্তু এজহারে যার নাম আছে তার পদবি ছিল সাংগঠনিক সম্পাদক। আর যাকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য ও গবেষণা সম্পাদক ছিল, অনেক আগে রাজনীতি ছেড়ে ফটো সাংবাদিকতা করছে।’

এ বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মেহেদির নামে শাহবাগ থানায় মামলা আছে। এখন ওরা (ঢাকা ট্রিবিউন) যেটা ক্লেইম করেছে সেটা যাচাই-বাছাই চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১০

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১১

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১২

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৩

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৪

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৫

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৬

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৭

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১৮

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

২০
X