কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার ২

গ্রেপ্তার আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) ও মো. কাউসার মৃধা (২৪)। ছবি : কালবেলা
গ্রেপ্তার আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) ও মো. কাউসার মৃধা (২৪)। ছবি : কালবেলা

রাজধানীর নিউমার্কেটের এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- এজাহারনামীয় আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) ও মো. কাউসার মৃধা (২৪)।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান সেন্টার) পশ্চিম দিকের কোনায় রাস্তার ওপর কতিপয় দুষ্কৃতকারী ধারালো ছুরি, চাপাতিসহ দলবদ্ধ হয়ে ইসিএস কম্পিউটার সিটির ব্যবসায়ী এহতেশামুল হককে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

ওই সময়ে এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি ব্যবসায়ী মো. ওয়াহিদুল হাসান দিপু মার্কেটের নিচতলা থেকে গাড়িতে করে বের হয়ে আসার সময় তিনিও দুষ্কৃতকারীদের দ্বারা হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ভিকটিম এহতেশামুল হককে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি, ঢাকায় ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মো. ওয়াহিদুল হাসান দিপুর অভিযোগের প্রেক্ষিতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাল্টিপ্ল্যান সেন্টারে দলবদ্ধ হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা মার্কেটের ব্যবসায়ীদের নানাভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করতে থাকে। ভিকটিম এহতেশামুল হক ও মো. ওয়াহিদুল হাসান মার্কেটের অন্য ব্যবসায়ীদের নিয়ে এই চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তারা আসামিদের তীব্র রোষানলে পড়ে। এ পরিপ্রেক্ষিতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে হত্যার উদ্দেশে এ আক্রমণ করে।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজু হওয়ার পর নিউমার্কেট থানা পুলিশ চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপর হয়। তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফের নেতৃত্বে নিউমার্কেট থানার একটি দল জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে গ্রেপ্তার করে।

পরবর্তী সময়ে দুপুর ১টায় হাজারীবাগ গার্লস স্কুলের কাছে একটি মেসে লুকিয়ে থাকা অবস্থায় আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) কে গ্রেপ্তার করা হয়। ঝন্টু এ মামলার এজাহারনামীয় ৩নং আসামি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত জমিতে সখের ড্রাগন ফল চাষ করে সফল দুই ভাই

চট্টগ্রামে বিদেশি অস্ত্র ও টাকাসহ কারবারি আটক

কাকে ‘ডেভিল রানি’ বললেন সোহেল তাজ

ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব চলছে : সালাউদ্দিন আহমদ

দুই রোগীর স্বজনদের মারামারি দেখে বৃদ্ধার মৃত্যু

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত / ব্ল্যাক বক্স রেকর্ডিংয়ে মিলল পাইলটের সম্পৃক্ততা

জেলের জালে ধরা পড়ল ৩ মন ওজনের দুটি ‘পাখি মাছ’

অফিস টাইম মানছেন না মেট্রোরেলের কর্মচারীরা, নোটিশ জারি

ব্যবসায়ী হত্যায় এক পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন

জুলাইয়ের শহীদদের স্মরণে এনএসইউতে রক্তদান কর্মসূচি

১০

ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন

১১

সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে লং মার্চ : নাহিদ

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ফিউচার রেডি উইথ তাহসান খান’ অনুষ্ঠিত 

১৩

ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার, তৃণমূলের বিক্ষোভ

১৪

তরুণীকে রাস্তায় একা পেয়ে হামলে পড়ল ৪ কুকুর (ভিডিও)

১৫

সিনেমা-গানের কার্যক্রম বাড়াচ্ছে সৌদি আরব

১৬

ক্যামেরার সামনেই দৌড়ে পালালেন উপস্থাপিকা

১৭

গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

সহকর্মীদের আয়োজনে তানিনের দোয়া মাহফিল, কোথায় শিল্পী সমিতি?

১৯

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০
X