কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের ফের শুনানি আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শহীদ আবু সাঈদ। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শহীদ আবু সাঈদ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ফের শুনানি আজ। মামলায় আসামিপক্ষের শুনানির তারিখ আজ মঙ্গলবার নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এদিন একই ট্রাইব্যুনালে সাভারের আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো এবং লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার মামলারও শুনানি হয়। গতকাল সকালে এ তিন মামলায় গ্রেপ্তার মোট ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে শুনানি করে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ পড়ে শোনান এবং ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। এরপর দিনের কার্যক্রম শেষ করে ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য আজ মঙ্গলবার দিন রাখেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, আব্দুস সাত্তার পালোয়ান ও বিএম সুলতান মাহমুদ।

এর আগে গতকাল সকালে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কৌঁসুলি মিজানুল ইসলাম বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন। ’

গত ১৩ জুলাই আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। এ মামলায় পলাতক থাকা ২৪ আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটজন আসামি পলাতক রয়েছেন। পলাতক এই আট আসামির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ের জন্য দুজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আট আসামিকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও তারা উপস্থিত না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠনের জন্য আগামী ৭ আগস্ট পরবর্তী দিন ঠিক করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এসব নির্দেশনা দিয়েছেন।

গত ২ জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ১৬ আসামির মধ্যে গ্রেপ্তারকৃত ৮ আসামিকে গতকাল ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়।

আশুলিয়ায় লাশ পোড়ানোর নৃশংস ঘটনায় করা মামলার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর লাশগুলো পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেওয়া হচ্ছিল, তখন একজনকে জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।’ নৃশংস এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তিন আসামি হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ২২ সেপ্টেম্বর ধার্য করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল জয় দুই বাংলাদেশির

২২ মিনিটের ব্যবধানে বঙ্গোপসাগরে জোড়া ভূমিকম্প

থমথমে রাউজান, সড়কের পাশে পোড়া মোটরসাইকেল

তাসকিন ঘটনার পর জাতীয় দলের জন্য আচরণবিধির কর্মশালা

অনুমতি ছাড়া গেজেটে আমার নাম, তাও ভুল বানানে : নূরুল কবীর

বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার

আমরা ঐক্যবদ্ধভাবে মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর : নীরব

ইনডাকশন পদ্ধতিতে কমবে সিজারিয়ান সেকশন : বিশেষজ্ঞরা

৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে দেখলেন প্রেমিকা বিবাহিত!

সাভার সরকারি কলেজে দুর্নীতির অভিযোগে উপাধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

১০

স্বরাষ্ট্রের সেই ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত

১১

ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১২

‌‘সরি আসিফ নজরুল’, একাত্তর ইস্যুতে জেড আই খান পান্না

১৩

যে কারণে রোনালদোর নাম লেখা জার্সি বিক্রি করছে না ম্যানইউ

১৪

রংপুরের ঘটনায় দোষীদের শাস্তি দাবি ঐক্য পরিষদের

১৫

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ নেতা বহিষ্কার

১৬

একাত্তর নিয়ে বক্তব্যের পর আসিফ নজরুলের দুঃখ প্রকাশ

১৭

এক মণ চালের দামে এক কেজি ইলিশ

১৮

ভুলে ৩ কোটি টাকার হীরাভর্তি ব্যাগ নিয়ে এলেন বাংলাদেশি, অতঃপর...

১৯

নতুন যুক্ত হচ্ছে ৪৫ লাখ ভোটার, বাদ পড়ছে ২১ লাখ

২০
X