অসহযোগ আন্দোলনের আহ্বানে বিএনপিপন্থি আইনজীবীরা লিফলেট বিতরণ করেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে তারা এ লিফলেট বিতরণ করেন।
এসময় ঢাকা বারের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী ও অ্যাডভোকেট মহসিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোটবর্জনের আহ্বান জানান আইনজীবীরা। একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানান।
এ বিষয়ে অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, ডামি নির্বাচন, সিট ভাগাভাগি ও সমঝোতার নির্বাচন এ দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সত্যিকার নির্বাচনের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন