কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৯:৫০ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

একেই বলে লোভে পাপ, খোয়ালেন ৫ কোটি টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লোভ মানুষের চরম শত্রু, জীবনের বিনাশ সাধনই এর কাজ। তেমনিভাবে দ্বিগুণ লাভের প্রলোভনে পড়ে প্রায় পাঁচ কোটি টাকা খুইয়েছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী মো. বোরহান। সম্প্রতি এমনই এক ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, মো. বোরহান প্রতারিত হয়েছেন চট্টগ্রামের এক সময়ের বহুল পরিচিত ব্যবসায়ী চাঁন মিয়া সওদাগরের নাতি সাইমুনের মাধ্যমে। সাইমুনের পুরো নাম শাহাদাত বিন আশরাফ। নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিলেও মূলত তিনি একজন প্রতারক। প্রতারণার ক্ষেত্রে দাদা চাঁন মিয়া সওদাগরের ইমেজকে কাজে লাগান তিনি। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) তদন্তে বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুন : চীনা প্রতারকদের ফাঁদে সচিব, খোয়ালেন ৩ লাখ টাকা

প্রতারণার অভিযোগে এরই মধ্যে চট্টগ্রামের আদালতে সাইমুনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন সিআইডি প্রধান কার্যালয় ফিন্যান্সিয়াল ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।

সিআইডি সূত্র জানায়, এক বন্ধুর মাধ্যমে ৩৭ বছর বয়সী শাহাদাত বিন আশরাফ ওরফে সাইমুনের সঙ্গে পরিচয় হয় বোরহানের। ওই সময় সাইমুন নিজেকে চট্টগ্রামের বিখ্যাত ব্যবসায়ী চাঁন মিয়া সওদাগরের নাতি বলে পরিচয় দেন। পরিচয় থেকে তাদের মধ্যে গড়ে ওঠে সখ্য। একপর্যায়ে সাইমুন নিজেকে চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ীদের পার্টনার ও খাতুনগঞ্জভিত্তিক আমদানি-রপ্তানিকারক হিসাবে নিজেকে উপস্থাপন করেন। ধীরে ধীরে বোরহানের বিশ্বস্ততা অর্জন করেন সাইমুন। বিশ্বস্ততার দাবি থেকে দ্বিগুণ লাভের প্রস্তাব দিয়ে বোরহানের কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। সাইমুনকে বিশ্বাস করে ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত ১৬টি ব্যাংকের ৪১টি হিসাবের মাধ্যমে ওই টাকা প্রদান করেন বোরহান। এরপর থেকেই বোরহানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সাইমুন। শুধু বোরহানের সঙ্গেই নয়, আরও অনেকের সঙ্গেই এভাবে প্রতারণা করেছেন সাইমুন।

সিআইডি জানায়, সাইমুনের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বোরহান ২০২০ সালের ২ ডিসেম্বর চট্টগ্রামের চান্দগাঁও থানায় একটি মামলা করেন। পাশাপাশি সাইমুনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে বিষয়টি নিয়ে তদন্তের জন্য সিআইডি প্রধানের কাছে অবেদন করেন। অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় সিআইডি বাদী হয়ে গত বছরের ৬ মার্চ একটি মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী চান্দগাঁও থানার ওই মামলায় ১৭ জুলাই চট্টগ্রামের আদালতে চার্জশিট দেওয়া হয়। চার্জশিট প্রতিবেদনে উল্লেখ করা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত, সাক্ষীদের দেওয়া বক্তব্য, বিভিন্ন ব্যাংকের হিসাব বিবরণী, ভিকটিমের টাকা জমার ভাউচার ও পারিপার্শ্বিকতা পর্যালোচনায় ঘটনার সত্যতা পাওয়া গেছে। এতে আরও বলা হয়, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন সাইমুন। স্থাবর ও অস্থাবর সম্পদ তৈরি করেছেন। বোরহানের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে সাইমুন পাওনাদারদের দেনা পরিশোধ করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান প্রতিবেদককে জানান, তদন্তে প্রাপ্ত তথ্যানুযায়ী আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিলেও সাইমুন প্রকৃত অর্থে একজন মহাপ্রতারক। তার দাদা চাঁন মিয়া সওদাগর একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। সাইমুনের বাবার নাম মোহাম্মদ আশরাফ আলী। তার বাড়ি চট্টগ্রাম চান্দগাঁওয়ের শমশেরপাড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে নেই বাতি, মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

৪৫ বছরেও ওয়ালটনে চাকরি, আবেদন করুন দ্রুত

কানাডায় প্রতিবেশীর হ্যালোইন ক্যান্ডি চুরি করে ভাইরাল ভারতীয় নারী

জালে আটকা কুমিরের ছানা, পরে সুন্দরবনে অবমুক্ত

ইউরোপীয় ইউনিয়নের ওপর ক্ষুব্ধ ইরান

মোবাইলে হংকং চায়নার বিপক্ষে হামজাদের খেলা দেখবেন যেভাবে

ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি গৃহশিক্ষকের, অতঃপর...

মেয়েদের যে ৪ গুণ দেখে বিয়ে করতে বলেছেন নবীজি (সা.)

জর্ডানের হাতে মার্কিন অস্ত্র, কী হতে যাচ্ছে সেখানে?

তাওকীরের নতুন সিনেমা ‘দেলুপি’

১০

ইয়াবা বিক্রিতে বাধা, বাবার সামনে ছেলে খুন

১১

যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পরও গাজায় হামলা, কারণ কী?

১২

জবির সমাজকর্ম বিভাগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

১৩

দীর্ঘ ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ

১৪

শান্তিচুক্তির পর টেলিফোনে নেতানিয়াহুকে যা বললেন ট্রাম্প

১৫

গুরুতর অসুস্থ স্পর্শিয়া, চাইলেন দোয়া

১৬

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

১৭

১৪০ আসনে প্রার্থী ঘোষণা গণতন্ত্র মঞ্চের

১৮

সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার বেছে নিলেন সিকান্দার রাজা

১৯

খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০
X