কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৯:৫০ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

একেই বলে লোভে পাপ, খোয়ালেন ৫ কোটি টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লোভ মানুষের চরম শত্রু, জীবনের বিনাশ সাধনই এর কাজ। তেমনিভাবে দ্বিগুণ লাভের প্রলোভনে পড়ে প্রায় পাঁচ কোটি টাকা খুইয়েছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী মো. বোরহান। সম্প্রতি এমনই এক ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, মো. বোরহান প্রতারিত হয়েছেন চট্টগ্রামের এক সময়ের বহুল পরিচিত ব্যবসায়ী চাঁন মিয়া সওদাগরের নাতি সাইমুনের মাধ্যমে। সাইমুনের পুরো নাম শাহাদাত বিন আশরাফ। নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিলেও মূলত তিনি একজন প্রতারক। প্রতারণার ক্ষেত্রে দাদা চাঁন মিয়া সওদাগরের ইমেজকে কাজে লাগান তিনি। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) তদন্তে বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুন : চীনা প্রতারকদের ফাঁদে সচিব, খোয়ালেন ৩ লাখ টাকা

প্রতারণার অভিযোগে এরই মধ্যে চট্টগ্রামের আদালতে সাইমুনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন সিআইডি প্রধান কার্যালয় ফিন্যান্সিয়াল ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।

সিআইডি সূত্র জানায়, এক বন্ধুর মাধ্যমে ৩৭ বছর বয়সী শাহাদাত বিন আশরাফ ওরফে সাইমুনের সঙ্গে পরিচয় হয় বোরহানের। ওই সময় সাইমুন নিজেকে চট্টগ্রামের বিখ্যাত ব্যবসায়ী চাঁন মিয়া সওদাগরের নাতি বলে পরিচয় দেন। পরিচয় থেকে তাদের মধ্যে গড়ে ওঠে সখ্য। একপর্যায়ে সাইমুন নিজেকে চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ীদের পার্টনার ও খাতুনগঞ্জভিত্তিক আমদানি-রপ্তানিকারক হিসাবে নিজেকে উপস্থাপন করেন। ধীরে ধীরে বোরহানের বিশ্বস্ততা অর্জন করেন সাইমুন। বিশ্বস্ততার দাবি থেকে দ্বিগুণ লাভের প্রস্তাব দিয়ে বোরহানের কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। সাইমুনকে বিশ্বাস করে ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত ১৬টি ব্যাংকের ৪১টি হিসাবের মাধ্যমে ওই টাকা প্রদান করেন বোরহান। এরপর থেকেই বোরহানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সাইমুন। শুধু বোরহানের সঙ্গেই নয়, আরও অনেকের সঙ্গেই এভাবে প্রতারণা করেছেন সাইমুন।

সিআইডি জানায়, সাইমুনের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বোরহান ২০২০ সালের ২ ডিসেম্বর চট্টগ্রামের চান্দগাঁও থানায় একটি মামলা করেন। পাশাপাশি সাইমুনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে বিষয়টি নিয়ে তদন্তের জন্য সিআইডি প্রধানের কাছে অবেদন করেন। অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় সিআইডি বাদী হয়ে গত বছরের ৬ মার্চ একটি মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী চান্দগাঁও থানার ওই মামলায় ১৭ জুলাই চট্টগ্রামের আদালতে চার্জশিট দেওয়া হয়। চার্জশিট প্রতিবেদনে উল্লেখ করা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত, সাক্ষীদের দেওয়া বক্তব্য, বিভিন্ন ব্যাংকের হিসাব বিবরণী, ভিকটিমের টাকা জমার ভাউচার ও পারিপার্শ্বিকতা পর্যালোচনায় ঘটনার সত্যতা পাওয়া গেছে। এতে আরও বলা হয়, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন সাইমুন। স্থাবর ও অস্থাবর সম্পদ তৈরি করেছেন। বোরহানের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে সাইমুন পাওনাদারদের দেনা পরিশোধ করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান প্রতিবেদককে জানান, তদন্তে প্রাপ্ত তথ্যানুযায়ী আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিলেও সাইমুন প্রকৃত অর্থে একজন মহাপ্রতারক। তার দাদা চাঁন মিয়া সওদাগর একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। সাইমুনের বাবার নাম মোহাম্মদ আশরাফ আলী। তার বাড়ি চট্টগ্রাম চান্দগাঁওয়ের শমশেরপাড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১০

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১১

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১২

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৩

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৪

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৫

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৬

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৭

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৮

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১৯

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

২০
X