টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৯:৪৭ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৯

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার ৯ জন । ছবি : কালবেলা
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার ৯ জন । ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ছিনতাইয়ের ঘটনায় নয়জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকার মাসুমের বাড়ির ভাড়াটিয়া মো. হাশেমের ছেলে মেহেদী হাসান জয় (২৬), একই থানার আমতলী টেরানির টেক এলাকার মৃত বাবুল খানের ছেলে মো: রনি (৩৫), নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল গ্রামের মো. নুর আলমের ছেলে রবিউল হাসান (৪০), সে টঙ্গীর সিলমন পশ্চিমপাড়া নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া, টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিম পাড়া এলাকার মো. স্বাধীন (৩০), জামালপুর জেলার বকশীগঞ্জ জেলার কলাফাতি গ্রামের আবদুল হাকিমের ছেলে টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো: সাইফুল ইসলাম জাকির (২৫), জামালপুর জেলার বকশীগঞ্জ থানার গলাবাধি মৃত আব্দুল মজিদের ছেলে টঙ্গীর তিস্তার গেট এলাকার আবুলের বাড়ির ভাড়াটিয়া মো. মাসুদ (২৭), টঙ্গী পূর্ব থানার নতুন বাজার এলাকার মো. মোতালেবের ছেলে মো. নাসির (২০), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী বাজার এলাকার আবুল কাশেমের ছেলে টঙ্গীর আমতলী এলাকার হাসানের বাড়ির ভাড়াটিয়া মো. নয়ন হাসান (২৮) ও টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মো. আশিক (২২)।

সহকারী উপপুলিশ কমিশনার মেহেদী হাসান দীপু বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কম্পিউটার ট্রেনটিতে ঢিল ছুড়ে ছিনতাইয়ের ঘটনায় ঘটে। এ সময় ট্রেনের স্টুয়ার্ডসহ (টিকিট দেখভাল করেন) অন্তত ৫ জন আহত হন। ছিনতাইয়ের ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর রেলস্টেশনের আশপাশে অভিযান চালায়। এ সময় নয়জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার চাকু, ছিনতাই হওয়ার কয়েকটি মোবাইল জব্দ করা হয়। শুক্রবার গ্রেপ্তারকৃত নয়জন ছিনতাইকারীকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ঘটনার সঙ্গে জড়িত নয়জন ছিনতাইকারীকে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি, কেরানীরটেক বস্তিসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের ঢাকার কমলাপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যদের কাছে সম্মান পেতে যা করা জরুরি

ম্যানচেস্টার ইউনাইটেড শিখবে কবে?

মেট্রোরেল কার্ডের অনলাইন রিচার্জের উদ্বোধন 

পঞ্চগড়ে ২ হাজার বস্তা সার জব্দ

উয়েফার বিরুদ্ধে সুপার লিগের ‘হাজার কোটি টাকার’ মামলা শুরু

দিবা-রাত্রির টেস্টের আগে অজি শিবিরে সুখবর

কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

যেভাবে মুহূর্তেই জানবেন ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি

বলিউডের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ধর্মেন্দ্র

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

১০

‘ওয়ানডে ছেড়ে কোহলির টেস্ট খেলাই চালিয়ে যাওয়া উচিত ছিল’

১১

জানা গেল বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের তারিখ

১২

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন

১৩

ভিটামিন ডি পাওয়ার সেরা সময় সকালে নাকি বিকেলে

১৪

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

১৫

নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে জাল টাকা

১৬

ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর নিষ্ক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

১৭

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

১৮

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

১৯

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

২০
X