ঢাকার যাত্রাবাড়ী থেকে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। ২০ বছর বয়সী ওই আসামির নাম মো. সজিব।
আজ শুক্রবার আসামিকে গ্রেপ্তারের বিষয়টি জানান র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
তিনি জানান, যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ধর্ষণ মামলার আসামি। গত ২৮ মে মামলার পর থেকেই তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন।
র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন