এক গৃহিণীর আপত্তিকর ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. সাব্বির হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৯ জুন) রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, পর্নোগ্রাফিসহ নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন সাব্বির।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি সাব্বিরকে বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সিনিয়র এএসপি পারভেজ রানা বলেন, মামলার ওয়ারেন্ট হওয়ার পর পরিচয় গোপন করে সাব্বির হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন