ছিনতাইয়ের অভিযোগ মিরপুরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) রাতে মিরপুর মডেল থানার কাজীপাড়া এক্সিম হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. অরিন (২৬), জামাল উদ্দিন সাগর (২৭), রনি (৩০) এবং ইব্রাহিম প্রকাশ ইমন (১৯)। এর আগেও অরিনের বিরুদ্ধে ৪টি, সাগর, রনি ও ইমনের বিরুদ্ধে ২টি করে মামলা রয়েছে। অরিন তাদের দলনেতা।
মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন জানান, তারা প্রথমে কোনো এক পথচারীকে টার্গেট করেন। তাদের মধ্যে অরিন আরও দুজনকে সঙ্গে নিয়ে এক স্থানে দাঁড়িয়ে থাকেন। দলের বাকিজন টার্গেট পথচারীকে দাঁড় করিয়ে বলেন ‘আপনাকে বড় ভাই ডাকছেন’। পথচারীও কথিত বড়ভাইয়ের কাছে চলে যান। এরপর সেই পথচারীকে ছোরার মুখে সবকিছু ছিনিয়ে পালিয়ে যান। গতকালও তারা এভাবে টার্গেটের জন্য কাজীপাড়া অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে দুটি ছোরা উদ্ধার করা হয়।
মন্তব্য করুন