সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে ১১ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) জবি শিক্ষক সমিতির ডাকে এ বিরতি পালন করেন শিক্ষকরা। এদিন দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচিও পালন করেন শিক্ষকরা।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক আন্দোলন চলবে। আমাদের এ আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সম্মান ও মর্যাদা রক্ষার আন্দোলন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপের বিরুদ্ধে আন্দোলন।
তিনি আরও বলেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনই শিক্ষকদের চলমান বৈষম্য থেকে মুক্তির একমাত্র উপায়।
জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো কনজুমার প্রোডাক্ট তৈরি করে না। তারা শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ মানবসম্পদে পরিণত করে। প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন সুবিধা যেভাবে কর্তন করা হয়েছে তাতে আগামী দিনে কোনো মেধাবী শিক্ষার্থী এই পেশায় আসবে না। তাতে জাতি হিসেবে আমারা পিছিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষক থাকলে তার সুফল দেশের প্রতিটি নাগরিক পাবে। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের সুবিধা কর্তন করবেন না।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন এবং তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন।
মন্তব্য করুন